নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন কমিশনের ১০৮ নম্বর কেন্দ্র। প্রধান গেট দিয়ে ঢুকতেই কেন্দ্রের ভোটকক্ষের দায়িত্বে থাকা এক নারী এজেন্ট বের হয়ে যাচ্ছেন। বের হওয়ার কারণ জিজ্ঞেস করতেই উত্তর, ‘ভোটার নেই, ফাঁকা, তাই নাশতা করতে যাচ্ছি।’ নাম জানতে চাইলে তিনি বলেননি। তবে তাঁর গলায় নির্বাচন কমিশন থেকে পাওয়া পোলিং এজেন্টের পরিচয়পত্র ঝুলাতে দেখা গেছে।
কেন্দ্রের ভেতরে গিয়ে এই পোলিং এজেন্টের কথার সঙ্গে মিল পাওয়া গেছে। তিনটি ভোটকক্ষে বেলা দেড়টা পর্যন্ত যথাক্রমে ভোট পড়েছে ৪, ৮ ও ২৯টি। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৩ জন। অবশ্য প্রিসাইডিং অফিসার মো. আরিফুজ্জামানের দাবি, এই কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ৯০টি ভোট পড়েছে; যা শতকরা ৫ শতাংশ। ভোটার উপস্থিতি ও ভোট কম কাস্টিং হওয়ার কয়েকটি কারণও বলেছেন তিনি।
আরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঈদে অনেকে বাড়িতে গেছেন, তাঁরা না আসায় ভোটার কম। এ ছাড়া অনেকে চাকরিজীবী, তাঁরা হয়তো বিকেলের দিকে আসবেন।
সরেজমিন দুপুর ১২টা থেকে এক ঘণ্টা অবস্থান করে একজন ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। তিনটি ভোটকক্ষে পোলিং এজেন্টরা বেশ হাসিখুশি। নাশতা করছেন। গল্প করছেন। কেউ কেউ বেরও হয়ে গেছেন।
এদিকে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ এই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বোয়ালখালী আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত চলবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর সমর্থকেরাও রয়েছেন মাঠে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এ ছাড়া তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন এবং নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
চট্টগ্রামের চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন কমিশনের ১০৮ নম্বর কেন্দ্র। প্রধান গেট দিয়ে ঢুকতেই কেন্দ্রের ভোটকক্ষের দায়িত্বে থাকা এক নারী এজেন্ট বের হয়ে যাচ্ছেন। বের হওয়ার কারণ জিজ্ঞেস করতেই উত্তর, ‘ভোটার নেই, ফাঁকা, তাই নাশতা করতে যাচ্ছি।’ নাম জানতে চাইলে তিনি বলেননি। তবে তাঁর গলায় নির্বাচন কমিশন থেকে পাওয়া পোলিং এজেন্টের পরিচয়পত্র ঝুলাতে দেখা গেছে।
কেন্দ্রের ভেতরে গিয়ে এই পোলিং এজেন্টের কথার সঙ্গে মিল পাওয়া গেছে। তিনটি ভোটকক্ষে বেলা দেড়টা পর্যন্ত যথাক্রমে ভোট পড়েছে ৪, ৮ ও ২৯টি। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৩ জন। অবশ্য প্রিসাইডিং অফিসার মো. আরিফুজ্জামানের দাবি, এই কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ৯০টি ভোট পড়েছে; যা শতকরা ৫ শতাংশ। ভোটার উপস্থিতি ও ভোট কম কাস্টিং হওয়ার কয়েকটি কারণও বলেছেন তিনি।
আরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঈদে অনেকে বাড়িতে গেছেন, তাঁরা না আসায় ভোটার কম। এ ছাড়া অনেকে চাকরিজীবী, তাঁরা হয়তো বিকেলের দিকে আসবেন।
সরেজমিন দুপুর ১২টা থেকে এক ঘণ্টা অবস্থান করে একজন ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। তিনটি ভোটকক্ষে পোলিং এজেন্টরা বেশ হাসিখুশি। নাশতা করছেন। গল্প করছেন। কেউ কেউ বেরও হয়ে গেছেন।
এদিকে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ এই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বোয়ালখালী আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত চলবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর সমর্থকেরাও রয়েছেন মাঠে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এ ছাড়া তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন এবং নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা–শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার উপজেলার রাজঘাট চা–বাগানের নাট মণ্ডপ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১২ মিনিট আগেরাজারহাটে জামায়াতের সহযোগী সংগঠনের এক নেতার ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলা’ ও তাঁর দলকে (জামায়াত) নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়।
৪২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধ ও এক নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চানমনিপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা
১ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা কোন জায়গায় যাবে সেটি জনগণের কাছে পরিষ্কার না করে আপনি করিডর দিতে চাচ্ছেন? আপনাকে জনগণের মানসিকতা অনুযায়ী কাজ করতে হবে। যেখানে দেশ ও মানুষ বিপন্ন হতে পারে, সেই ধরনের পদক্ষেপ নেওয়া
১ ঘণ্টা আগে