রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে এক আওয়ামী লীগ নেতাকেও বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেওয়ায় শোকজ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁদের কাছে এই শোকজ চিঠি পাঠানো হয়।
দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের এই শোকজ করা হয়। শোকজে ১১ নভেম্বরের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বলা হয় এবং দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে শোকজে জানানো হয়।
যাদের শোকজ করা হয়েছে তাঁরা হলেন, রাজানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর। তাঁকে সমর্থন দিয়ে ফেসবুকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানো উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক চৌধুরী খালেদ। ইসলামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিরাজুদ্দৌলা দুলাল, দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুল হক মিয়া, লালানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম এবং বেতাগী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনার আলোকে এই শোকজ চিঠি দেওয়া হয়েছে। তাঁরা দলীয় মনোনয়ন চাওয়ার সময় কোনো কারণে মনোনয়ন বঞ্চিত হলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন মর্মে অঙ্গীকার করেছিলেন। অথচ তাঁরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। যা আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী। এখন তাঁরা আগামী ১১ তারিখের মধ্যে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে এক আওয়ামী লীগ নেতাকেও বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেওয়ায় শোকজ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁদের কাছে এই শোকজ চিঠি পাঠানো হয়।
দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের এই শোকজ করা হয়। শোকজে ১১ নভেম্বরের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বলা হয় এবং দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে শোকজে জানানো হয়।
যাদের শোকজ করা হয়েছে তাঁরা হলেন, রাজানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর। তাঁকে সমর্থন দিয়ে ফেসবুকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানো উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক চৌধুরী খালেদ। ইসলামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিরাজুদ্দৌলা দুলাল, দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুল হক মিয়া, লালানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম এবং বেতাগী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনার আলোকে এই শোকজ চিঠি দেওয়া হয়েছে। তাঁরা দলীয় মনোনয়ন চাওয়ার সময় কোনো কারণে মনোনয়ন বঞ্চিত হলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন মর্মে অঙ্গীকার করেছিলেন। অথচ তাঁরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। যা আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী। এখন তাঁরা আগামী ১১ তারিখের মধ্যে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৫ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে