সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে কিছুদিনের মধ্যে একাধিক স্থানে গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ব্যক্তিগত উদ্যোগে গতকাল রোববার রাতে গরু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চুরি প্রতিরোধ করতে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।
এ ছাড়া চেয়ারম্যান স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম, আফছার উদ্দিন, হেলাল উদ্দিন, মাহবুল হকসহ ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করে দেন।
এই সভায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, চরদরবেশ ইউনিয়নে গরু ব্যবসা করতে হলে অবশ্যই কমিটির সদস্য হতে হবে। এই কমিটির কেউ চুরির গরু কেনা-বেচা করতে পারবেন না। এই কমিটির কেউ যদি অপরাধে জড়িত হয় তাহলে তাঁর দ্বিগুণ জরিমানা ও আইনের হাতে সোপর্দ করা হবে। গরু ব্যবসায়ীরা একে অপরের বিপদে-আপদে বৈধভাবে এগিয়ে আসবে। এলাকার গরু চুরি বন্ধে সকল প্রকার সহযোগিতা করবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো জানান, সাম্প্রতিক সময়ে গরু চুরি বেড়ে যাওয়ায় এর প্রতিরোধ ও সমাধান করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু পরিবারের কাছে তাঁর পালিত গরু জীবিকা নির্বাহের প্রধান উৎস। তাই ভবিষ্যতে যাতে কারও স্বপ্ন ভঙ্গ না হয়, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চেয়ারম্যান বলেন, গ্রামবাসীকে উৎসাহ দিতে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, উপজেলার চরদরবেশ ইউনিয়নের কিছু স্থানে গরু চুরি হওয়ার বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে নজর বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি পুরো উপজেলায় টহলে থাকছে পুলিশ প্রশাসন। সবাই ব্যক্তিগতভাবে সচেতন থাকলে চুরি হওয়ার সম্ভাবনা নেই।
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে কিছুদিনের মধ্যে একাধিক স্থানে গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ব্যক্তিগত উদ্যোগে গতকাল রোববার রাতে গরু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চুরি প্রতিরোধ করতে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।
এ ছাড়া চেয়ারম্যান স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম, আফছার উদ্দিন, হেলাল উদ্দিন, মাহবুল হকসহ ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করে দেন।
এই সভায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, চরদরবেশ ইউনিয়নে গরু ব্যবসা করতে হলে অবশ্যই কমিটির সদস্য হতে হবে। এই কমিটির কেউ চুরির গরু কেনা-বেচা করতে পারবেন না। এই কমিটির কেউ যদি অপরাধে জড়িত হয় তাহলে তাঁর দ্বিগুণ জরিমানা ও আইনের হাতে সোপর্দ করা হবে। গরু ব্যবসায়ীরা একে অপরের বিপদে-আপদে বৈধভাবে এগিয়ে আসবে। এলাকার গরু চুরি বন্ধে সকল প্রকার সহযোগিতা করবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো জানান, সাম্প্রতিক সময়ে গরু চুরি বেড়ে যাওয়ায় এর প্রতিরোধ ও সমাধান করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু পরিবারের কাছে তাঁর পালিত গরু জীবিকা নির্বাহের প্রধান উৎস। তাই ভবিষ্যতে যাতে কারও স্বপ্ন ভঙ্গ না হয়, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চেয়ারম্যান বলেন, গ্রামবাসীকে উৎসাহ দিতে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, উপজেলার চরদরবেশ ইউনিয়নের কিছু স্থানে গরু চুরি হওয়ার বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে নজর বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি পুরো উপজেলায় টহলে থাকছে পুলিশ প্রশাসন। সবাই ব্যক্তিগতভাবে সচেতন থাকলে চুরি হওয়ার সম্ভাবনা নেই।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি নির্মলেন্দু দাশ রানাকে (৪৭) সিলেট মহানগরীতে মারধর করা হয়েছে। ‘ছাত্র-জনতা’ নামধারী কয়েকজন গতকাল মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকায় তাঁকে আটকে মারধর করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘ড. ইউনূসের এই ক্ষমতা বেশি দিন টিকবে না।’ এ সময় নির্বাচনে অংশ নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
১৪ মিনিট আগেগলায় লিচুর বিচি আটকে সিয়াম আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে ঘটে এ ঘটনা। মৃত সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
১৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর চরের জমি ভোগদখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ
১৭ মিনিট আগে