সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে কিছুদিনের মধ্যে একাধিক স্থানে গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ব্যক্তিগত উদ্যোগে গতকাল রোববার রাতে গরু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চুরি প্রতিরোধ করতে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।
এ ছাড়া চেয়ারম্যান স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম, আফছার উদ্দিন, হেলাল উদ্দিন, মাহবুল হকসহ ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করে দেন।
এই সভায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, চরদরবেশ ইউনিয়নে গরু ব্যবসা করতে হলে অবশ্যই কমিটির সদস্য হতে হবে। এই কমিটির কেউ চুরির গরু কেনা-বেচা করতে পারবেন না। এই কমিটির কেউ যদি অপরাধে জড়িত হয় তাহলে তাঁর দ্বিগুণ জরিমানা ও আইনের হাতে সোপর্দ করা হবে। গরু ব্যবসায়ীরা একে অপরের বিপদে-আপদে বৈধভাবে এগিয়ে আসবে। এলাকার গরু চুরি বন্ধে সকল প্রকার সহযোগিতা করবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো জানান, সাম্প্রতিক সময়ে গরু চুরি বেড়ে যাওয়ায় এর প্রতিরোধ ও সমাধান করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু পরিবারের কাছে তাঁর পালিত গরু জীবিকা নির্বাহের প্রধান উৎস। তাই ভবিষ্যতে যাতে কারও স্বপ্ন ভঙ্গ না হয়, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চেয়ারম্যান বলেন, গ্রামবাসীকে উৎসাহ দিতে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, উপজেলার চরদরবেশ ইউনিয়নের কিছু স্থানে গরু চুরি হওয়ার বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে নজর বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি পুরো উপজেলায় টহলে থাকছে পুলিশ প্রশাসন। সবাই ব্যক্তিগতভাবে সচেতন থাকলে চুরি হওয়ার সম্ভাবনা নেই।
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে কিছুদিনের মধ্যে একাধিক স্থানে গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ব্যক্তিগত উদ্যোগে গতকাল রোববার রাতে গরু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চুরি প্রতিরোধ করতে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।
এ ছাড়া চেয়ারম্যান স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম, আফছার উদ্দিন, হেলাল উদ্দিন, মাহবুল হকসহ ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করে দেন।
এই সভায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, চরদরবেশ ইউনিয়নে গরু ব্যবসা করতে হলে অবশ্যই কমিটির সদস্য হতে হবে। এই কমিটির কেউ চুরির গরু কেনা-বেচা করতে পারবেন না। এই কমিটির কেউ যদি অপরাধে জড়িত হয় তাহলে তাঁর দ্বিগুণ জরিমানা ও আইনের হাতে সোপর্দ করা হবে। গরু ব্যবসায়ীরা একে অপরের বিপদে-আপদে বৈধভাবে এগিয়ে আসবে। এলাকার গরু চুরি বন্ধে সকল প্রকার সহযোগিতা করবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো জানান, সাম্প্রতিক সময়ে গরু চুরি বেড়ে যাওয়ায় এর প্রতিরোধ ও সমাধান করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু পরিবারের কাছে তাঁর পালিত গরু জীবিকা নির্বাহের প্রধান উৎস। তাই ভবিষ্যতে যাতে কারও স্বপ্ন ভঙ্গ না হয়, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চেয়ারম্যান বলেন, গ্রামবাসীকে উৎসাহ দিতে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, উপজেলার চরদরবেশ ইউনিয়নের কিছু স্থানে গরু চুরি হওয়ার বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে নজর বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি পুরো উপজেলায় টহলে থাকছে পুলিশ প্রশাসন। সবাই ব্যক্তিগতভাবে সচেতন থাকলে চুরি হওয়ার সম্ভাবনা নেই।
বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাঁকে উদ্ধার করেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাঁকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।
২৬ মিনিট আগেসিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে তিন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তাঁদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
৩৫ মিনিট আগেবর্তমানে চিতলমারীতে কর্মরত চিকিৎসক শর্মী রায়ের বিরুদ্ধে এর আগে একই জেলার মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
৩৬ মিনিট আগে