নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সরকার পতনের আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে নগরীর কোতোয়ালি জামালখান এলাকায় এ বিক্ষোভ হয়।
মিছিলের তিনটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আওয়ামী লীগের মিছিলটিতে অংশ নেওয়া বেশির ভাগই তরুণ। তারা জামালখান মোড় এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন। এদের কারও কারও হাতে অস্ত্র ছিল বলে জানান তারা।
এ প্রসঙ্গে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ। কারণ অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছে এ রকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’
তিনি বলেন, ‘খুনি হাসিনার পুনর্বাসনের জন্য শহীদের রক্তে রঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে আজ শনিবার জামালখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।’ এতে দলমত-নির্বিশেষে সকল ছাত্র-জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে আজ চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বিষয়টি তুলে ধরেছিলেন।
এ সময় সিএমপি অতিরিক্ত কমিশনার মাসুদ আহমেদ জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সরকার পতনের আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে নগরীর কোতোয়ালি জামালখান এলাকায় এ বিক্ষোভ হয়।
মিছিলের তিনটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আওয়ামী লীগের মিছিলটিতে অংশ নেওয়া বেশির ভাগই তরুণ। তারা জামালখান মোড় এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন। এদের কারও কারও হাতে অস্ত্র ছিল বলে জানান তারা।
এ প্রসঙ্গে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ। কারণ অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছে এ রকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’
তিনি বলেন, ‘খুনি হাসিনার পুনর্বাসনের জন্য শহীদের রক্তে রঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে আজ শনিবার জামালখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।’ এতে দলমত-নির্বিশেষে সকল ছাত্র-জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে আজ চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বিষয়টি তুলে ধরেছিলেন।
এ সময় সিএমপি অতিরিক্ত কমিশনার মাসুদ আহমেদ জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বিষয়টি নিশ্চিত করেছেন।
৪১ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় রাইস মিলে রাতভর অভিযান চালিয়ে ৭৮০ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উপজেলার কলেজ রোড এলাকায় ফাহিম ও সামিয়া রাইস মিলের গুদামে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর সড়কটি দীর্ঘ ছয় বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ থেকে বীরশ্রেষ্ঠ মতিউর নগর রেললাইন পর্যন্ত প্রায় ৩ হাজার ১০০ মিটার দীর্ঘ সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন।
২ ঘণ্টা আগেকুড়িগ্রাম থেকে রংপুর হয়ে পলাশবাড়ী যেতে অতিক্রম করতে হতো প্রায় ১৩০ কিলোমিটার পথ। এখন গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে সংযুক্ত করা মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের ফলে কুড়িগ্রাম-পলাশবাড়ীর দূরত্ব কমেছে প্রায় ৪৬ কিলোমিটার।
২ ঘণ্টা আগে