চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলা সদরের পাঁচড়া ব্যাপারীবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা আক্তার (২৭) ও তাঁর ছেলে আলী আহসান মুজাহিদ (৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাইপ্রবাসী। পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে।
আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঈনুল হাসান শুভ (২২) ও আবদুল্লাহ আল শাহেদ (১৯) নামে দুই ভাইকে আটক করেছে।
নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদে জানান, তাঁর মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাই মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তিনি আরও জানান, গতকাল রাতে নিপা তাঁর ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এই সুযোগে হত্যাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে নিপা ও তাঁর ছেলে মুজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
নিপা আক্তার ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন। তাঁর শ্বশুর-শাশুড়ি মারা গেছেন। এ বিষয়ে পুলিশের হাতে আটক শুভ ও শাহেদের পরিবারের বক্তব্য নিতে গেলে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ ও তাঁর ভাই আবদুল্লাহ আল শাহেদকে আটক করেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলা সদরের পাঁচড়া ব্যাপারীবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা আক্তার (২৭) ও তাঁর ছেলে আলী আহসান মুজাহিদ (৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাইপ্রবাসী। পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে।
আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঈনুল হাসান শুভ (২২) ও আবদুল্লাহ আল শাহেদ (১৯) নামে দুই ভাইকে আটক করেছে।
নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদে জানান, তাঁর মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাই মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তিনি আরও জানান, গতকাল রাতে নিপা তাঁর ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এই সুযোগে হত্যাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে নিপা ও তাঁর ছেলে মুজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
নিপা আক্তার ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন। তাঁর শ্বশুর-শাশুড়ি মারা গেছেন। এ বিষয়ে পুলিশের হাতে আটক শুভ ও শাহেদের পরিবারের বক্তব্য নিতে গেলে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ ও তাঁর ভাই আবদুল্লাহ আল শাহেদকে আটক করেছে।
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
২ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
২ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
২ ঘণ্টা আগে