কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে সশস্ত্র ডাকাত দল পথ রোধ করে ডাকাতি চালিয়েছে। এ সময় তারা তিনজন যাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে হিমছড়ি ঢালায়।
অপহৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গুইন্নাপাড়া এলাকার শাহজাহানের ছেলে মো. শাহেদ (১৯) এবং ফাতেমার ঘোনার আলমের ছেলে আমির সোলতান (২৫)। দুজনই পেশায় মাছ ব্যবসায়ী। অপর অপহৃত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম জানান, ঈদগাঁওগামী দুটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাছ পরিবহনকারী গাড়ি হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী সশস্ত্র ডাকাতেরা সড়কে গাছ ফেলে যানবাহনগুলো থামিয়ে দেয়। এরপর যাত্রীদের অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয় এবং তিনজন যাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, ‘তিনজন যাত্রীকে অপহরণের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। ডাকাতির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে সশস্ত্র ডাকাত দল পথ রোধ করে ডাকাতি চালিয়েছে। এ সময় তারা তিনজন যাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে হিমছড়ি ঢালায়।
অপহৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গুইন্নাপাড়া এলাকার শাহজাহানের ছেলে মো. শাহেদ (১৯) এবং ফাতেমার ঘোনার আলমের ছেলে আমির সোলতান (২৫)। দুজনই পেশায় মাছ ব্যবসায়ী। অপর অপহৃত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম জানান, ঈদগাঁওগামী দুটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাছ পরিবহনকারী গাড়ি হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী সশস্ত্র ডাকাতেরা সড়কে গাছ ফেলে যানবাহনগুলো থামিয়ে দেয়। এরপর যাত্রীদের অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয় এবং তিনজন যাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, ‘তিনজন যাত্রীকে অপহরণের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। ডাকাতির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে