Ajker Patrika

দিঘিতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

 কুমিল্লা প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়া উপজেলার সাহারপদুয়া গ্রামে দিঘিতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশু একই বাড়ির সদস্য। তারা হলো সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং রিপন পোদ্দারের আট বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, দুপুরের দিকে নিধি ও বন্নি বাড়ির পাশের দিঘিতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা অসাবধানতাবশত দিঘির গভীর অংশে চলে যায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুই শিশুই নিথর হয়ে যায়। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা সবাইকে শিশুদের প্রতি আরও সতর্ক থাকতে অনুরোধ করছি, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত