Ajker Patrika

নোয়াখালীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, নোয়াখালী
আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১১: ২৬
নোয়াখালীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নোয়াখালীর মাইজদীতে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৪০) নামের একজন মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে মাইজদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।

নিহত আব্দুর রহিম সিএনজিচালক ছিলেন। তিনি মাইজদী বাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মাইজদী চৌরাস্তার দিকে যাচ্ছিলেন ওই চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তার অটোকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

ইমদাদুল হক আরও বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত