Ajker Patrika

চন্দনাইশে জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৩: ০৮
চন্দনাইশে জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটার দায়ে মো. ফিরোজ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

গত মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া আরিফশাহ পাড়া হাফেজনগর দরবার শরিফসংলগ্ন এলাকায় এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। 

জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। এদের মধ্যে অনেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভরাটের নামে অনুমতি নেওয়ার কথা বলে হাজার হাজার গাড়ি মাটি বিক্রি করছে। 

স্থানীয়রা বলছে, এটা মাটি ব্যবসার নতুন কৌশল হিসেবে ব্যবহার করছে তারা। এতে জমির উৎপাদনক্ষমতা কমছে এবং জমির শ্রেণি পরিবর্তন হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া আরিফশাহপাড়া হাফেজনগর দরবার শরিফসংলগ্ন এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাতের আঁধারে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা এবং একটি এক্সকাভেটর জব্দ করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, অবৈধভাবে কৃষিজমি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত