Ajker Patrika

রামগড়ে পাহাড় কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড়ে পাহাড় কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের অপরাধে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় উপজেলার নজিরটিলা এলাকায় এই অভিযান চালানো হয়। 

দণ্ডিত জসিম উদ্দীন ওরফে বাঘ জসিম রামগড় পৌরসভার নজিরটিলার এলাকার বাসিন্দা। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নজিরটিলা এলাকায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের সময় জসিম উদ্দীন ওরফে বাঘ জসিমকে হাতেনাতে আটক করেন। এ সময় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেন আদালত। 

এর আগে গত শুক্রবার উপজেলার সোনাইআগা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে রকিবুল ইসলাম রকি নামের একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার আজকের পত্রিকা বলেন, পাহাড় কাটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটার বিরুদ্ধে সোচ্চার রয়েছে প্রশাসন। অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত