নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহার রিছিল (৫১) নামের এক বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্ নেছার আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নিহার রিছিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াখাসী গ্রামের মৃত খরিপ সাংমার ছেলে। তিলোত্তমা বাংলা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন নিহার। অন্যদিকে নিহত ব্যক্তি ছিলেন একই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার এস এম মঈন উদ্দিন তন্ময় (২৯)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়।
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে আনা খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আবদুর রশিদ বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ৩১ জানুয়ারি চট্টগ্রাম নগরের লালখান বাজারের চানমারী রোডে হাইপিরিয়ন ভবনে থাকা তিলোত্তমা নামের প্রতিষ্ঠানটির কর্মচারীদের মেসে কথা-কাটাকাটির পর এস এম মঈন উদ্দিন তন্ময়কে ছুরিকাঘাত করে নিহার রিছিল। খবর পেয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার গুরুতর আহত অবস্থায় মঈন উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছোট ভাই এস এম আমিন উদ্দিন বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২৯ জুন একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই বছর ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালত এই রায় দেন।
চট্টগ্রামে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহার রিছিল (৫১) নামের এক বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্ নেছার আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নিহার রিছিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াখাসী গ্রামের মৃত খরিপ সাংমার ছেলে। তিলোত্তমা বাংলা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন নিহার। অন্যদিকে নিহত ব্যক্তি ছিলেন একই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার এস এম মঈন উদ্দিন তন্ময় (২৯)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়।
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে আনা খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আবদুর রশিদ বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ৩১ জানুয়ারি চট্টগ্রাম নগরের লালখান বাজারের চানমারী রোডে হাইপিরিয়ন ভবনে থাকা তিলোত্তমা নামের প্রতিষ্ঠানটির কর্মচারীদের মেসে কথা-কাটাকাটির পর এস এম মঈন উদ্দিন তন্ময়কে ছুরিকাঘাত করে নিহার রিছিল। খবর পেয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার গুরুতর আহত অবস্থায় মঈন উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছোট ভাই এস এম আমিন উদ্দিন বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২৯ জুন একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই বছর ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালত এই রায় দেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৩ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৪ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে