Ajker Patrika

চাঁদপুরে সড়কে ঝরল ৪ প্রাণ

চাঁদপুর ও কচুয়া প্রতিনিধি 
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ৪০
চাঁদপুরে সড়কে ঝরল ৪ প্রাণ

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসির বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন কলেজ শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইব্রাহিম (২৫) নামের আরও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের কচুয়া উপজেলার কড়ইয়া (বিশ্বরোড) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উর্মি মজুমদার (২৪), সাদ্দাম হোসেন (২২), রিফাত সরকার (২৩) ও সিএনজিচালক মনির হোসেন (৩৫)। উর্মি, সাদ্দাম ও রিফাত চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে কচুয়া থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত মারা যান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। 

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যান। আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়।  

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত