Ajker Patrika

টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা ফেলে পালাল দুই পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা ফেলে পালাল দুই পাচারকারী

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে নাফ নদী দিয়ে পাচার হয়ে আসার সময় সাবরাং এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় দুই মাদক পাচারকারী এসব ইয়াবা ফেলে পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি ফাঁড়ির আচারবুনিয়া এলাকা দিয়ে পাশের দেশ মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢোকার খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। গভীর রাতে দুই ব্যক্তি দুটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে।

বিজিবির ওই কর্মকর্তা বলেন, এ সময় বিজিবির টহল দল থামার সংকেত দিলে মাদক কারবারিরা বস্তা দুটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত