Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৩: ৫৭
ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া দুটি গাড়ি। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া দুটি গাড়ি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল (৩০), একই উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মৃত লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস)।

হাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেটগামী একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে ডাম্পট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাতে তিনজন নিহত ও ছয়জন আহত হয়। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি মারগুব তৌহিদ আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, পিকআপ ও মাইক্রোবাস তিনটি হাটিহাতা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত