Ajker Patrika

কাতারে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
মো. রায়হান। ছবি: সংগৃহীত
মো. রায়হান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে স্থানীয় সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁর নাম মো. রায়হান (২০)। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে। কাতারের হোমসালাল মোহাম্মদ নামক জায়গায় থাকতেন তিনি।

নিহত রায়হানের প্রতিবেশী মাহমুদুল আলম জানান, তিনি তাঁর নিজের গাড়িতে করে ফুড ডেলিভারি দিতেন। সোমবার রাতে ফুড ডেলিভারি দেয়ার সময় তাঁর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে কাতারের হামেদ হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি আরও জানান, পরিবারের দুই ভাইয়ের দু’জনেই থাকেন কাতারে। ৪-৫ বছর পূর্বে বড়ভাই যাওয়ার পর দুই বছর আগে ছোটভাই রায়হানকে কাতারে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি গাড়ির লাইসেন্সও নেন এবং একটি গাড়িও ক্রয় করেন। তাঁর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত