নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।
এ ঘটনায় তারেক হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাতে ঘরে একাই ছিলেন গৃহবধূ তাসলিমা বেগম রোজি। রাত সাড়ে ৮টার দিকে রোজির ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে যায়। এ সময় তারা ওই ঘরের সামনের দরজা বন্ধ পায়। পেছনের দরজা খোলা পেয়ে সেটি দিয়ে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রোজিকে পড়ে থাকতে দেখেন। লোকজন দ্রুত রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পার্শ্ববর্তী কালিতারা বাজার থেকে সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে গৃহবধূ রোজিকে হত্যার বিষয়টি স্বীকার করেন তারেক। তিনি জানান, চুরি করতে গেলে রোজি তাঁকে চিনে ফেলেন। এ কারণে তাঁদের ঘরে থাকা একটি চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করে পালিয়ে যান তারেক।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।
এ ঘটনায় তারেক হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাতে ঘরে একাই ছিলেন গৃহবধূ তাসলিমা বেগম রোজি। রাত সাড়ে ৮টার দিকে রোজির ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে যায়। এ সময় তারা ওই ঘরের সামনের দরজা বন্ধ পায়। পেছনের দরজা খোলা পেয়ে সেটি দিয়ে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রোজিকে পড়ে থাকতে দেখেন। লোকজন দ্রুত রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পার্শ্ববর্তী কালিতারা বাজার থেকে সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে গৃহবধূ রোজিকে হত্যার বিষয়টি স্বীকার করেন তারেক। তিনি জানান, চুরি করতে গেলে রোজি তাঁকে চিনে ফেলেন। এ কারণে তাঁদের ঘরে থাকা একটি চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করে পালিয়ে যান তারেক।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে