Ajker Patrika

নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্র আদিলের মরদেহ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্র আদিলের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা উল্টে মিজানুল হক আদিল (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার নিখোঁজের ২৮ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়। 

নিখোঁজ মিজানুল হক আদিল পটিয়া উপজেলার চরকানাই এলাকার মো. ওবাইদুল্লাহর ছেলে। সে চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

আজ সন্ধ্যা ৬টায় নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।  

এব্যাপারে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার বাবার সঙ্গে শহরে বোনের বাসায় বেড়াতে যায় আদিল। শুক্রবার বাড়িতে ফেরার পথে কালারপুল খাল পার হওয়ার সময় একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। সে সময় নৌকায় ৭-৮ জন লোক ছিলেন। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় আদিল। আদিলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল শুক্রবার হতে টানা ২৭ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুর ১২টায় কালারপুল শিকলবহা খালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা উল্টে মিজানুল হক আদিল (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা নিরাপদে তীরে উঠে এলেও আদিলকে খুঁজে পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত