Ajker Patrika

পণ্যবাহী ৪ জাহাজের ৩টি ছেড়ে দিল আরাকান আর্মি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের পথে আটক করা চারটি পণ্যবাহী কার্গোর মধ্যে তিনটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুটি কার্গো মুক্তি দেওয়া হয়। এর আগে, ১৮ জানুয়ারি কাঠভর্তি আরও একটি কার্গো ছেড়ে দেয় তারা।

বিজিবি জানিয়েছে, চতুর্থ কার্গোটি আজ বা কালকের মধ্যে মুক্তি পেতে পারে। ১৬ জানুয়ারি দুপুরে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়া অতিক্রম করার সময় তল্লাশির কথা বলে চারটি কার্গো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। প্রাথমিকভাবে তিনটি কার্গো আটকের কথা জানা গেলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চারটি কার্গো আটকের বিষয়টি জানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জসিম উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এর পর থেকে বাণিজ্যের কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসেনি। সবশেষ ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে। আজ ছাড়া পাওয়া দুটি কার্গোতে আচার, শুঁটকি কসমেটিক, সেমাই, নুডুলস, সুপারিসহ ২৭ হাজার ১২২ বস্তা পণ্য রয়েছে। এর আগে ১৮ জানুয়ারি কাঠভর্তি একটি কার্গো ছেড়ে দেয়। এতে ৩০ লাখ টাকার পাঁচ ট্রাক কাঠ ছিল।

স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, মূলত আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী নৌযান আসা বন্ধ রয়েছে। ১৬ জানুয়ারি ইয়াঙ্গুন থেকে আসার পথে তল্লাশির নামে চারটি কার্গো আটকে রেখে।

টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হক বাহাদুর বলেন, মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক আটক চারটি জাহাজের মধ্যে তিনটি জাহাজ ছেড়ে দিয়েছে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক এ এইচ এম আনোয়ার হোসেন বলেন, আরাকান আর্মি থেকে ছাড়া পাওয়া দুটি কার্গো জাহাজ টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে। কাস্টমসের কার্যক্রম শেষে খালাস শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ