Ajker Patrika

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা প্রতিনিধি  
কুমিল্লা ১০ বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক শাওন কর্মকার। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা ১০ বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক শাওন কর্মকার। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড ও একটি স্টেট ব্যাংক ক্ল্যাসিক ভিসা কার্ড জব্দ করা হয়।

আজ সোমবার বেলা ২টায় কুমিল্লা ব্যাটালিয়নের ১০-বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য জানান। শাওন কর্মকার (৩৭) ভারতের পশ্চিম ত্রিপুরার খায়েরপুর থানার কাশিপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার শান্তি কর্মকারের ছেলে।

কুমিল্লা ১০-বিজিবি জানায়, গতকাল রোববার রাত ৮টা থেকে সোমবার ভোররাত ৫টা পর্যন্ত দায়িত্ব পালনের সময় বিজিবির দল অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করে।

১০-বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, ভারতীয় নাগরিক শাওনকে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে আটক করা হয়। পরে তাঁকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত