Ajker Patrika

বিএনপির মিছিলে ক্ষুব্ধ নৌকার ইউপি চেয়ারম্যান, নোটিশ দিয়ে বন্ধ জনসেবা

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০০
বিএনপির মিছিলে ক্ষুব্ধ নৌকার ইউপি চেয়ারম্যান, নোটিশ দিয়ে বন্ধ জনসেবা

কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নোটিশ টাঙিয়ে চারটি ওয়ার্ডের সেবা বন্ধের আদেশ দিয়েছেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল। তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান। 

স্থানীয় সূত্র জানায়, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো গর্জনিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতেই ক্ষেপেছেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান। গত বুধবার গর্জনিয়ার ১, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সব সেবা বন্ধ করার আদেশ দিয়ে পরিষদ প্রাঙ্গণে নোটিশ টাঙিয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে সাধারণ মানুষও ক্ষুব্ধ। 

গর্জনিয়ার মাঝিরকাটা ও থিমছড়ির একাধিক সেবাপ্রার্থী ও মৌলভীরকাটার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জন্মনিবন্ধনসহ নানা প্রয়োজনীয় কাগজপত্রে চেয়ারম্যান মুজিবুর রহমান স্বাক্ষর না করে তিরস্কার করে তাড়িয়ে দিচ্ছেন। ইউপি সেবা পাচ্ছেন না তাঁরা। 

নাম প্রকাশ না করার শর্তে এ ব্যাপারে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের একজন সদস্য জানান, চেয়ারম্যানের এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক। এতে সাধারণ জনগণ অত্যন্ত কষ্ট পাচ্ছে। তাই তিনি অযৌক্তিক নোটিশটি ছিঁড়ে ফেলেছেন। তবে এখনো চেয়ারম্যান স্বাক্ষর না দেওয়ায় অনেক কাজ আটকে আছে। 

বিএনপি মিছিল করার পরদিনই নোটিশ টাঙিয়ে সব সেবা বন্ধ করেছেন চেয়ারম্যান। ছবি: আজকের পত্রিকাএ ব্যাপারে গর্জনিয়া ইউনিয়নের বিএনপির একাধিক নেতাকর্মী আজকের পত্রিকাকে বলেন, আন্দোলন করা যার যার নাগরিক অধিকার, তাই বলে ইউপি চেয়ারম্যান সেবা বন্ধ করতে পারেন না। এরকম চেয়ারম্যান এর আগে কখনো ছিলেন না। 

এদিকে আওয়ামী লীগের নেতারাও চেয়ারম্যানের এমন কাণ্ডে বিব্রত। রামু উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ মনোনীত গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরীর এমন কাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আওয়ামী লীগ নেতারা দ্রুত সময়ের মধ্যে সর্বস্তরের নাগরিক সেবা চালুর দাবি জানান। 

সেবা বন্ধের বিষয়ে জানতে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাগের মাথায় এমন কথা বলেছি। হঠাৎ করে বিএনপির এমন আন্দোলনে যাওয়ার কী দরকার আছে?’ তবে সেবা বন্ধ করার কথা অস্বীকার করেন এই চেয়ারম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত