Ajker Patrika

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা: আরও দুই আসামির স্বীকারোক্তি

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ০৮
চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা: আরও দুই আসামির স্বীকারোক্তি

নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আরও দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন আবদুর রহিম ও মো. আরিফ। এদের মধ্যে আবদুর রহিম ইসকন ভক্তপ্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছেন। 

জবানবন্দিতে তাঁরা ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও ২৭ জন থাকার কথা স্বীকার করেছেন। এদিকে নতুন করে আরও দুই জনসহ মোট গ্রেপ্তার করা হয়েছে ২২০ জনকে। 

গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই আসামির মধ্যে আব্দুর রহিম তাঁর জবানবন্দিতে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে ইসকন মন্দিরসহ অন্যান্য মন্দির ভাঙচুর এবং ইসকন মন্দিরে প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছেন। পরদিন মন্দিরের পাশের পুকুরে প্রান্ত দাসের মরদেহ পাওয়া যায় বলে জবানবন্দিতে উল্লেখ করের তিনি। 

জবানবন্দিতে আরও ২৭ জনের নাম উল্লেখ করেছেন আব্দুর রহিম। এ নিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া মোট সাত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান এসপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত