উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় পূর্বশত্রুতার জেরে এক নারী নেত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম লুল আল মারজান (৪৫)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পালংখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মারজানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মারজান উপজেলার পালংখালী এলাকার সাবেক ইউপি সদস্য মৃত মোহাম্মদ আলমগীরের মেয়ে। তিনি পালংখালী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি ও ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড থেকে গত দুটি ইউপি নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন মোহাম্মদ ইউসুফ। তিনি সম্পর্কে নিহত মারজানের আপন চাচাতো ভাই।
মারজানের ছোট মেয়ে রাহমিনা মমতাজ জানায়, এশার নামাজের পর বাড়িতে অতর্কিত প্রবেশ করে ইউসুফ তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। এ সময় উপস্থিত তার দুই বোন ও এক ভাগনে আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হক জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মারজান ও ইউসুফের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ২৪ বছর আগে মারজানের বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ইউসুফের পরিবার।
তিনি আরও জানান, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক হন ইউসুফ। দুই দিন আগে জামিনে বেরিয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটান।
উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ইউসুফের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজারের উখিয়ায় পূর্বশত্রুতার জেরে এক নারী নেত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম লুল আল মারজান (৪৫)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পালংখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মারজানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মারজান উপজেলার পালংখালী এলাকার সাবেক ইউপি সদস্য মৃত মোহাম্মদ আলমগীরের মেয়ে। তিনি পালংখালী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি ও ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড থেকে গত দুটি ইউপি নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন মোহাম্মদ ইউসুফ। তিনি সম্পর্কে নিহত মারজানের আপন চাচাতো ভাই।
মারজানের ছোট মেয়ে রাহমিনা মমতাজ জানায়, এশার নামাজের পর বাড়িতে অতর্কিত প্রবেশ করে ইউসুফ তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। এ সময় উপস্থিত তার দুই বোন ও এক ভাগনে আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হক জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মারজান ও ইউসুফের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ২৪ বছর আগে মারজানের বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ইউসুফের পরিবার।
তিনি আরও জানান, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক হন ইউসুফ। দুই দিন আগে জামিনে বেরিয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটান।
উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ইউসুফের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
মেহেরপুর-কুষ্টিয়া জেলার বেতবাড়িয়া-মধুখালী গ্রামে মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুটি তিন বছর পরও চালু হয়নি। রাস্তা না হওয়ার কারণে কয়েক লাখ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছে না, ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন, যেন ব্রিজটি চলাচলের উপযোগী হয় এবং তাদের জীবনযাত্রা
১০ মিনিট আগেকর্ণফুলী নদীতে নাব্যতা সংকটের কারণে আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
১ ঘণ্টা আগেরবিকুল ইসলামের জীবনের গল্পটা সংগ্রামের, কিন্তু আজ তা বদলে গেছে আত্মবিশ্বাস আর পরিশ্রমের এক অনন্য উদাহরণে। ত্রিশ বছর আগে জীবিকা নির্বাহ করতেন ভাঙারি কেনাবেচা করে। এরপর সিলভারের আসবাব ফেরি করেছেন বাড়ি বাড়ি। করেছেন কিস্তিতে মোবাইল বিক্রির ব্যবসাও। কিন্তু চোখ রেখেছিলেন আরও স্থায়ী ও লাভজনক কিছুতে।
২ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অনুদানের আওতায় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৯২ জন আহত জুলাই যোদ্ধার হাতে ১ লাখ টাকা করে মোট ৯২ লাখ টাকার...
২ ঘণ্টা আগে