টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা টেকনাফে পৌঁছেছেন। আজ বেলা সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী তিনটি জাহাজ সেন্ট মার্টিনের জেটি ঘাট ছেড়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা ৭টায় দমদমিয়া ঘাটে পৌঁছে জাহাজগুলো।
এর আগে বেলা আড়াইটার দিকে রাজহংস ও কেয়ারি সিন্দবাদ জাহাজ যথারীতি ছাড়লেও কিছু দূর গিয়ে সাগর উত্তাল থাকায় ফিরে আসে। এতে পর্যটকদের অনেকেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েন।
গত রোববার ভোর থেকে মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে ওই নৌরুটে চলাচলকারী আটটি জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
জাহাজ চলাচল বন্ধ থাকায় শনিবার সেন্ট মার্টিনে রাত্রিযাপন করে রোববার সেখান থেকে ফিরে আসার জন্য প্রস্তুত হাজারো পর্যটক আটকা পড়েছিলেন। তারা গতকাল ফিরতে পারেননি। আজ বিকেলে পর্যটকেরা সবাই নিরাপদে জাহাজের ফিরতি ট্রিপে ফিরেছেন।
চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনে হানিমুনে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সাগর পাড়ি দিয়ে টেকনাফ পৌঁছাতে উদ্বেগ–উৎকণ্ঠায় থাকতে হয়েছে।’ অবশেষে পৌঁছাতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেন তারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদরের দমদমিয়াস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী তিনটি জাহাজ ছেড়ে যায়। জাহাজ তিনটি যথা সময়ে নিরাপদে সেন্ট মার্টিন পৌঁছে। তিনটি জাহাজ রাজহংস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ যোগে প্রায় তিন শ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। জাহাজের ফিরতি ট্রিপে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন।’
তিনি আরও বলেন, রোববার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সাগরের পরিস্থিতির জন্য কিছু সময় পরে সেন্ট মার্টিন ছেড়ে আসে জাহাজগুলো।’
বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা টেকনাফে পৌঁছেছেন। আজ বেলা সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী তিনটি জাহাজ সেন্ট মার্টিনের জেটি ঘাট ছেড়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা ৭টায় দমদমিয়া ঘাটে পৌঁছে জাহাজগুলো।
এর আগে বেলা আড়াইটার দিকে রাজহংস ও কেয়ারি সিন্দবাদ জাহাজ যথারীতি ছাড়লেও কিছু দূর গিয়ে সাগর উত্তাল থাকায় ফিরে আসে। এতে পর্যটকদের অনেকেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েন।
গত রোববার ভোর থেকে মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে ওই নৌরুটে চলাচলকারী আটটি জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
জাহাজ চলাচল বন্ধ থাকায় শনিবার সেন্ট মার্টিনে রাত্রিযাপন করে রোববার সেখান থেকে ফিরে আসার জন্য প্রস্তুত হাজারো পর্যটক আটকা পড়েছিলেন। তারা গতকাল ফিরতে পারেননি। আজ বিকেলে পর্যটকেরা সবাই নিরাপদে জাহাজের ফিরতি ট্রিপে ফিরেছেন।
চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনে হানিমুনে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সাগর পাড়ি দিয়ে টেকনাফ পৌঁছাতে উদ্বেগ–উৎকণ্ঠায় থাকতে হয়েছে।’ অবশেষে পৌঁছাতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেন তারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদরের দমদমিয়াস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী তিনটি জাহাজ ছেড়ে যায়। জাহাজ তিনটি যথা সময়ে নিরাপদে সেন্ট মার্টিন পৌঁছে। তিনটি জাহাজ রাজহংস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ যোগে প্রায় তিন শ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। জাহাজের ফিরতি ট্রিপে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন।’
তিনি আরও বলেন, রোববার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সাগরের পরিস্থিতির জন্য কিছু সময় পরে সেন্ট মার্টিন ছেড়ে আসে জাহাজগুলো।’
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৪ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৭ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২০ মিনিট আগে