Ajker Patrika

সিইপিজেডে শ্রমিক বিক্ষোভে কারখানা বন্ধের পরও সংঘর্ষ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিইপিজেডে আজ সকালে একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভকালে অন্য কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা
সিইপিজেডে আজ সকালে একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভকালে অন্য কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভের মুখে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানা বন্ধ ঘোষণার পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে অন্য একটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সিইপিজেডের প্যাসিফিক ক্যাজুয়াল নামের একটি কারখানার সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এর আগে, গতকাল রোববার সকালে খাদ্য ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের আশ্বস্ত করার পরও বিক্ষোভ অব্যাহত থাকে। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজে এসে ফটকে বন্ধের নোটিশ ঝুলে থাকতে দেখেন। পরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেওয়ার পরও আজ শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় পাশের একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বলেন প্যাসিফিকের শ্রমিকেরা। এতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে আশ্বস্ত করে। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসেন।

তবে শ্রমিকদের দাবি, আজ প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় প্যাসিফিক জিনস গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

এর আগে প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘অবৈধভাবে শ্রমিকদের কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবিদাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত