নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিক্ষোভের মুখে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানা বন্ধ ঘোষণার পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে অন্য একটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সিইপিজেডের প্যাসিফিক ক্যাজুয়াল নামের একটি কারখানার সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে, গতকাল রোববার সকালে খাদ্য ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের আশ্বস্ত করার পরও বিক্ষোভ অব্যাহত থাকে। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজে এসে ফটকে বন্ধের নোটিশ ঝুলে থাকতে দেখেন। পরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেওয়ার পরও আজ শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় পাশের একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বলেন প্যাসিফিকের শ্রমিকেরা। এতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে আশ্বস্ত করে। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসেন।
তবে শ্রমিকদের দাবি, আজ প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় প্যাসিফিক জিনস গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এর আগে প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘অবৈধভাবে শ্রমিকদের কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবিদাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।’
বিক্ষোভের মুখে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানা বন্ধ ঘোষণার পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে অন্য একটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সিইপিজেডের প্যাসিফিক ক্যাজুয়াল নামের একটি কারখানার সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে, গতকাল রোববার সকালে খাদ্য ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের আশ্বস্ত করার পরও বিক্ষোভ অব্যাহত থাকে। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজে এসে ফটকে বন্ধের নোটিশ ঝুলে থাকতে দেখেন। পরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেওয়ার পরও আজ শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় পাশের একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বলেন প্যাসিফিকের শ্রমিকেরা। এতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে আশ্বস্ত করে। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসেন।
তবে শ্রমিকদের দাবি, আজ প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় প্যাসিফিক জিনস গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এর আগে প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘অবৈধভাবে শ্রমিকদের কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবিদাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৭ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে