Ajker Patrika

টেকনাফে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে আটক ১

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে আটক ১

টেকনাফে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে অবশেষে সেই কথিত প্রেমিক নুরুল মোস্তফাকে আটক করেছে র‍্যাব। বুধবার (১১ আগস্ট) রাত ১০টায় হ্নীলা ইউনিয়নের রাইস মিল সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবর পাড়া এলাকার মৃত হাবিব উল্লাহ ছেলে।

টেকনাফ র‍্যাব ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত নুরুল মোস্তফাকে আটকের অভিযান পরিচালনা করা হয়। পার্শ্ববর্তী এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন বছর ধরে ধর্ষণ ও পরে বিয়ের জন্য বাড়িতে নিয়ে অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগে তাঁকে আটক করা হয়। মেয়র মা নুর নাহার এ অভিযোগ দায়ের করেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন র‍্যাবের ওই কর্মকর্তা। 

উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে গত তিন বছর ধরে দিনমজুরের ওই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মাদ্রাসা শিক্ষক নুরুল মোস্তফা। ভুক্তভোগী যুবতী স্ত্রীর স্বীকৃতি পেতে গত ৭ দিন ধরে মাদ্রাসা শিক্ষককের বাসার সামনে অনশন করছেন। তবে বিষয়টি ধামাচাপা দিতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছিলেন মাদ্রাসা শিক্ষক ও তার পরিবার।

এ নিয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্নভাবে দফায় দফায় সালিস করলেও ছেলের পক্ষ প্রভাবশালী হওয়ায় কোনো সুরাহা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত