Ajker Patrika

চট্টগ্রামে জাহাজে ২ ভারতীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ জুন ২০২২, ২১: ৫৯
চট্টগ্রামে জাহাজে ২ ভারতীয় নাগরিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজের ট্যাংকারে থিকনেস পরীক্ষা করতে নেমে অচেতন হওয়ার পর দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টায় ও এর আগের দিন সন্ধ্যায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে তাঁরা মারা যান। 

নিহত ব্যক্তিরা হলেন, যিশু রাজ (২৯) ও আখিল সরকার (২৯)। উভয়ের বাড়ি ভারতের কেরালা রাজ্যে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের প্রভাবে তাঁরা অচেতন হয়ে পড়েছিলেন। গতকাল শুক্রবার আনুমানিক বিকেল ৪টায় একটি মাদার ভ্যাসেলে খালি তেলের ট্যাংকের থিকনেস পরীক্ষার জন্য সিঁড়ি বেয়ে নামেন ওই দুই ভারতীয় নাগরিক। কিছুক্ষণ পর তাঁদের দুজনকেই সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁদের কোস্টগার্ড ও লোকাল শিপিং এজেন্টের সহায়তায় উদ্ধার করে সন্ধ্যা ৭টায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ শনিবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মরদেহ দুটি বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রয়েছে।

ওসি আরও বলেন, ১৫ জুন এমটি নর্ড ম্যাজিক নামে মাদারভেসেল বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় চার্লি এঙ্কোরেজ এ (পারকী চরের কাছাকাছি) অবস্থান করে জাহাজে থাকা সয়াবিন তেল খালাস করে। জাহাজটিতে মোট ২৫ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২১ জন ভারতীয় নাগরিক, একজন ডেনিস, দুজন ফিলিপাইন ও একজন লুথিয়ানার নাগরিক।

জাহাজটির লোকাল শিপিং এজেন্ট হিসেবে ছিল মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং প্রোটেকশন অ্যান্ড ইনডেমিনিটি হিসেবে ছিল ইন্টারপোর্ট এজেন্সিজ লিমিটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত