ফেনী প্রতিনিধি
ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে আশ্বাস না মিললে মহিপাল পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ঘুরে মহিপাল পাউবো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজকদের পক্ষে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই পানিবন্দী হয়ে পড়ে এই অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয় হাজার কোটি টাকার ফসল ও সম্পদ। দীর্ঘদিনেও টেকসই কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাঁরা বলেন, এবার প্রবাসী, ছাত্র ও সাধারণ মানুষের সমন্বয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে রয়েছে—
১. প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণ
২. সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব প্রদান
৩. মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর শাসন
৪. অবৈধ বালু উত্তোলন বন্ধ
৫. মুছাপুর ক্লোজার ও আশপাশের বাঁধের রক্ষণাবেক্ষণ
৬. দখলমুক্ত খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
৭. জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ
৮.২০২৪ সালের বন্যায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ ও ক্ষতিপূরণ নিশ্চিত
এ সময় আন্দোলনকারীরা ‘টেকসই বাঁধ চাই’, ‘পাউবোর দুর্নীতির বিচার চাই’, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’সহ নানা স্লোগান দেন।
স্বেচ্ছাসেবী সংগঠক নুর নবী হাসান বলেন, ‘প্রজন্মভিত্তিক টেকসই বাঁধের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো আশ্বাস না পাই, আমরা মহাসড়ক অবরোধে যাব।’
আরেক সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘আমাদের খালগুলো দখল হয়ে গেছে। প্রতিবছর বর্ষায় নদীর বাঁধগুলো বারবার ভেঙে পড়ে। অবিলম্বে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করতে হবে। এবং বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানাচ্ছি।’
পদযাত্রায় একাত্মতা প্রকাশ করে ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘এসব দাবি বাস্তবসম্মত। সরকারের উচিত অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।’
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পদযাত্রায় ফেনীর ছয় উপজেলার ভুক্তভোগী বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।
ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে আশ্বাস না মিললে মহিপাল পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ঘুরে মহিপাল পাউবো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজকদের পক্ষে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই পানিবন্দী হয়ে পড়ে এই অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয় হাজার কোটি টাকার ফসল ও সম্পদ। দীর্ঘদিনেও টেকসই কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাঁরা বলেন, এবার প্রবাসী, ছাত্র ও সাধারণ মানুষের সমন্বয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে রয়েছে—
১. প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণ
২. সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব প্রদান
৩. মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর শাসন
৪. অবৈধ বালু উত্তোলন বন্ধ
৫. মুছাপুর ক্লোজার ও আশপাশের বাঁধের রক্ষণাবেক্ষণ
৬. দখলমুক্ত খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
৭. জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ
৮.২০২৪ সালের বন্যায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ ও ক্ষতিপূরণ নিশ্চিত
এ সময় আন্দোলনকারীরা ‘টেকসই বাঁধ চাই’, ‘পাউবোর দুর্নীতির বিচার চাই’, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’সহ নানা স্লোগান দেন।
স্বেচ্ছাসেবী সংগঠক নুর নবী হাসান বলেন, ‘প্রজন্মভিত্তিক টেকসই বাঁধের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো আশ্বাস না পাই, আমরা মহাসড়ক অবরোধে যাব।’
আরেক সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘আমাদের খালগুলো দখল হয়ে গেছে। প্রতিবছর বর্ষায় নদীর বাঁধগুলো বারবার ভেঙে পড়ে। অবিলম্বে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করতে হবে। এবং বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানাচ্ছি।’
পদযাত্রায় একাত্মতা প্রকাশ করে ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘এসব দাবি বাস্তবসম্মত। সরকারের উচিত অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।’
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পদযাত্রায় ফেনীর ছয় উপজেলার ভুক্তভোগী বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।
গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৩ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
৩ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
৪ ঘণ্টা আগে