রাঙামাটি প্রতিনিধি
ছবি এঁকে প্রধানমন্ত্রীর অনুদান পেল রাঙামাটির প্রতিবন্ধী স্কুলের সাইমা ও শক্তিমান তঞ্চঙ্গ্যা। প্রত্যেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১ লাখ টাকা করে অনুদান পেয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান এ অনুদান সাইমা ও শক্তিমানের হাতে তুলে দেন।
অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী শিশু শিল্পী কর্তৃক আঁকা বাবদ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের দুই বাক প্রতিবন্ধী শিশু ২০২২ অর্থ বছরে এ অনুদান পেল।
স্কুল কর্তৃক পক্ষ জানান, ২০২১ অর্থ বছরেও ওই স্কুল থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে শাহরিয়ার করিম পাভেল, শ্যামলী চাকমা ও মো: কামরান ছবি এঁকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে অনুদান পায়।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের বাক প্রতিবন্ধী শিশু সাইমা আক্তার ও তাঁর মা এবং প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাক প্রতিবন্ধী শিশু সাইমার আঁকা ছবি দেখে অবাক হন। জেলা প্রশাসক যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, ‘২০২১ সাল থেকে জাতীয় পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে মোট ৫ জন শিশু ৫ লাখ টাকা অনুদান পেয়েছে।’
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও ঢাকা কর্তৃক জানা গেছে, এবারও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের আঁকা বিভিন্ন ছবি প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং চিঠিতে বলা হয়েছে আগামী ২০ মে ২০২২ তারিখের মধ্যে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি পাঠাতে হবে।
ছবি এঁকে প্রধানমন্ত্রীর অনুদান পেল রাঙামাটির প্রতিবন্ধী স্কুলের সাইমা ও শক্তিমান তঞ্চঙ্গ্যা। প্রত্যেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১ লাখ টাকা করে অনুদান পেয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান এ অনুদান সাইমা ও শক্তিমানের হাতে তুলে দেন।
অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী শিশু শিল্পী কর্তৃক আঁকা বাবদ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের দুই বাক প্রতিবন্ধী শিশু ২০২২ অর্থ বছরে এ অনুদান পেল।
স্কুল কর্তৃক পক্ষ জানান, ২০২১ অর্থ বছরেও ওই স্কুল থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে শাহরিয়ার করিম পাভেল, শ্যামলী চাকমা ও মো: কামরান ছবি এঁকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে অনুদান পায়।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের বাক প্রতিবন্ধী শিশু সাইমা আক্তার ও তাঁর মা এবং প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাক প্রতিবন্ধী শিশু সাইমার আঁকা ছবি দেখে অবাক হন। জেলা প্রশাসক যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, ‘২০২১ সাল থেকে জাতীয় পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে মোট ৫ জন শিশু ৫ লাখ টাকা অনুদান পেয়েছে।’
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও ঢাকা কর্তৃক জানা গেছে, এবারও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের আঁকা বিভিন্ন ছবি প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং চিঠিতে বলা হয়েছে আগামী ২০ মে ২০২২ তারিখের মধ্যে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি পাঠাতে হবে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৫ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১২ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৬ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৯ মিনিট আগে