মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
সমতলে আবাসন ও অবকাঠামো নির্মাণে পাহাড়ি বালুর কদর একটু বেশি। আর এটি যদি হয় সাদা বালু, তাহলে তো সোনায় সোহাগা। খাগড়াছড়ি জেলার মানিকছড়ির কৃষিজমিতে সাদা বালুখনির সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বালু সিন্ডিকেটের একটি দল।
জানা যায়, মানিকছড়ি উপজেলায় ছড়া এলাকার কৃষিজমিতে সাদা বালুর খনির সন্ধান পেয়েছে এলাকার বালু সিন্ডিকেটের একটি দল। উপজেলা বা ইউনিয়ন সদর থেকে একটু দূরে রয়েছে ওই স্থানটি। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। তবে কৃষিজমি থেকে সাদা বালু উত্তোলন সম্পর্কে প্রশাসন এখনো অবহিত নয়।
স্থানীয় লোকজন জানান, ছয় মাসের অধিক সময় ধরে এলাকার অবৈধ বালু উত্তোলনকারীরা সাদা বালুর খোঁজে ছড়া ও খাল চষে বেড়াচ্ছিল। প্রশাসনের অনুমতি ছাড়া বিভিন্ন জায়গা থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনতে হয় বালু সিন্ডিকেটদের। তারপরও মাঝেমধ্যে অবৈধ পন্থায় হালদা খালের উজানে ছড়া ও খালে তাণ্ডবলীলা চালানো হয়।
এ ছাড়া তিনটহরী ইউনিয়নের বড়ডলু ডিপিপাড়া, গোদাতলী, লোগাংপাড়া (ত্রিপুরা), নামার তিনটহরীর নিভৃত এলাকার তিন ফসলি ধানের জমিতে পুকুর খননে প্রথমে দেখা মেলে সাদা বালুর। এই খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার বালু সিন্ডিকেটের সদস্য ডলুর আবদুল মন্নান, গোদাতলীর সাদ্দাম হোসেন, ডিপিপাড়ার মো. ইউনুছ মিয়া, মো. হেলাল মিয়া, মো. নুরুল হক মিয়াসহ এলাকার অন্তত ২০টি স্পটের ড্রেজার মেশিন দিয়ে জমির তলদেশে থাকা সাদা বালু উত্তোলন করার প্রতিযোগিতা শুরু করা হয়। উত্তোলিত বালুতে কাদামিশ্রিত রাস্তায় সেগুলো ড্রাম ট্রাকে এনে ডিপিপাড়া ও লোগাংপাড়ায় (ত্রিপুরা) জমা করা হয়। পরে প্রতি ট্রাকে ৪৫০ থেকে ৫০০ ঘনফুট বালু (প্রতি ঘনফুট ১৪-১৫ টাকায়) কিনে নেন ট্রাকচালকেরা।
এ বিষয়ে বালু উত্তোলনকারী কয়েকজনের কাছে জানতে চাইলে তাঁরা বিষয়টি এড়িয়ে যান।
ডিপিপাড়া কৃষিজমির মালিক মো. নুরুল হক আজকের পত্রিকাকে বলেন, জমির উজানাংশে লেক করতে গিয়ে সাদা বালু পাওয়া যায়। বালু ব্যবসায়ীরা নিজ খরচে মেশিন দিয়ে বালু উত্তোলন করে নিয়ে আসেন। পরে প্রতি ঘনফুটে ৩-৪ টাকা করে জমির মালিককে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ বলেন, ‘কৃষিজমিতে বালু উত্তোলন বিষয়টি প্রশাসন অবহিত নয়। ওই জনপদে ছড়া বা খাল নেই এবং কৃষিজমি থেকে বালু উত্তোলনের বিষয়ে এ পর্যন্ত পর্যন্ত কেউ প্রশাসনকে জানায়নি। এ বিষয়টি মাত্র জানলাম। তাই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও আরও বলেন, অবৈধভাবে বালু তোলা বা পাহাড় কাটার বিষয়ে প্রশাসন সব সময় সতর্ক রয়েছে।
সমতলে আবাসন ও অবকাঠামো নির্মাণে পাহাড়ি বালুর কদর একটু বেশি। আর এটি যদি হয় সাদা বালু, তাহলে তো সোনায় সোহাগা। খাগড়াছড়ি জেলার মানিকছড়ির কৃষিজমিতে সাদা বালুখনির সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বালু সিন্ডিকেটের একটি দল।
জানা যায়, মানিকছড়ি উপজেলায় ছড়া এলাকার কৃষিজমিতে সাদা বালুর খনির সন্ধান পেয়েছে এলাকার বালু সিন্ডিকেটের একটি দল। উপজেলা বা ইউনিয়ন সদর থেকে একটু দূরে রয়েছে ওই স্থানটি। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। তবে কৃষিজমি থেকে সাদা বালু উত্তোলন সম্পর্কে প্রশাসন এখনো অবহিত নয়।
স্থানীয় লোকজন জানান, ছয় মাসের অধিক সময় ধরে এলাকার অবৈধ বালু উত্তোলনকারীরা সাদা বালুর খোঁজে ছড়া ও খাল চষে বেড়াচ্ছিল। প্রশাসনের অনুমতি ছাড়া বিভিন্ন জায়গা থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনতে হয় বালু সিন্ডিকেটদের। তারপরও মাঝেমধ্যে অবৈধ পন্থায় হালদা খালের উজানে ছড়া ও খালে তাণ্ডবলীলা চালানো হয়।
এ ছাড়া তিনটহরী ইউনিয়নের বড়ডলু ডিপিপাড়া, গোদাতলী, লোগাংপাড়া (ত্রিপুরা), নামার তিনটহরীর নিভৃত এলাকার তিন ফসলি ধানের জমিতে পুকুর খননে প্রথমে দেখা মেলে সাদা বালুর। এই খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার বালু সিন্ডিকেটের সদস্য ডলুর আবদুল মন্নান, গোদাতলীর সাদ্দাম হোসেন, ডিপিপাড়ার মো. ইউনুছ মিয়া, মো. হেলাল মিয়া, মো. নুরুল হক মিয়াসহ এলাকার অন্তত ২০টি স্পটের ড্রেজার মেশিন দিয়ে জমির তলদেশে থাকা সাদা বালু উত্তোলন করার প্রতিযোগিতা শুরু করা হয়। উত্তোলিত বালুতে কাদামিশ্রিত রাস্তায় সেগুলো ড্রাম ট্রাকে এনে ডিপিপাড়া ও লোগাংপাড়ায় (ত্রিপুরা) জমা করা হয়। পরে প্রতি ট্রাকে ৪৫০ থেকে ৫০০ ঘনফুট বালু (প্রতি ঘনফুট ১৪-১৫ টাকায়) কিনে নেন ট্রাকচালকেরা।
এ বিষয়ে বালু উত্তোলনকারী কয়েকজনের কাছে জানতে চাইলে তাঁরা বিষয়টি এড়িয়ে যান।
ডিপিপাড়া কৃষিজমির মালিক মো. নুরুল হক আজকের পত্রিকাকে বলেন, জমির উজানাংশে লেক করতে গিয়ে সাদা বালু পাওয়া যায়। বালু ব্যবসায়ীরা নিজ খরচে মেশিন দিয়ে বালু উত্তোলন করে নিয়ে আসেন। পরে প্রতি ঘনফুটে ৩-৪ টাকা করে জমির মালিককে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ বলেন, ‘কৃষিজমিতে বালু উত্তোলন বিষয়টি প্রশাসন অবহিত নয়। ওই জনপদে ছড়া বা খাল নেই এবং কৃষিজমি থেকে বালু উত্তোলনের বিষয়ে এ পর্যন্ত পর্যন্ত কেউ প্রশাসনকে জানায়নি। এ বিষয়টি মাত্র জানলাম। তাই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও আরও বলেন, অবৈধভাবে বালু তোলা বা পাহাড় কাটার বিষয়ে প্রশাসন সব সময় সতর্ক রয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে