নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মাইলেজ দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে অর্থ মন্ত্রণালয় রেলওয়ে কোড ও বিধিবিধান মতে দ্রুত পেনশন কেস নিষ্পত্তিসহ অর্জিত মাইলেজ প্রদান না করলে আগামী ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডের পাশে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।
রেলওয়ের কর্মচারীরা ৩০ দিনের বেশি কাজ করলে বেতন ভাতা পেতেন, অর্থ মন্ত্রণালয়ের সূত্রস্থ ১ নম্বর পত্রের ‘খ’ ধারায় তা বাতিল করা হয়। অন্যদিকে ‘গ’ ধারায় অবসরের পরের সুযোগ-সুবিধাগুলো বাতিল করা হয়।
এর আগে একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার পর থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। কিন্তু বিকেলে বৈঠক করে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
এ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩১ জানুয়ারি থেকে আমরা কাজ করবো না।’
একই এ ঘটনায় রেলওয়ের মহাপরিচালককে ৭ দফা দাবিতে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, রেলওয়ে রানিং কর্মচারীদের মাইলেজ বা রানিং অ্যালাউন্স রেলওয়ের কোড ও বিধিবিধানে পর্ট অব পে হিসেবে গণ্য এবং যুগ যুগ ধরে রেলওয়ে কোড বিধিবিধান মতে রানিং স্টাফগণ তা পেয়ে আসছেন। এ নিয়ে বৃটিশ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ৫০ বছরেও কোনো জটিলতা দেখা দেয়নি।
মাইলেজ দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে অর্থ মন্ত্রণালয় রেলওয়ে কোড ও বিধিবিধান মতে দ্রুত পেনশন কেস নিষ্পত্তিসহ অর্জিত মাইলেজ প্রদান না করলে আগামী ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডের পাশে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।
রেলওয়ের কর্মচারীরা ৩০ দিনের বেশি কাজ করলে বেতন ভাতা পেতেন, অর্থ মন্ত্রণালয়ের সূত্রস্থ ১ নম্বর পত্রের ‘খ’ ধারায় তা বাতিল করা হয়। অন্যদিকে ‘গ’ ধারায় অবসরের পরের সুযোগ-সুবিধাগুলো বাতিল করা হয়।
এর আগে একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার পর থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। কিন্তু বিকেলে বৈঠক করে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
এ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩১ জানুয়ারি থেকে আমরা কাজ করবো না।’
একই এ ঘটনায় রেলওয়ের মহাপরিচালককে ৭ দফা দাবিতে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, রেলওয়ে রানিং কর্মচারীদের মাইলেজ বা রানিং অ্যালাউন্স রেলওয়ের কোড ও বিধিবিধানে পর্ট অব পে হিসেবে গণ্য এবং যুগ যুগ ধরে রেলওয়ে কোড বিধিবিধান মতে রানিং স্টাফগণ তা পেয়ে আসছেন। এ নিয়ে বৃটিশ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ৫০ বছরেও কোনো জটিলতা দেখা দেয়নি।
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে পিস্তলসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কধুরখীলে এ অভিযান পরিচালনা করা হয়।
১০ মিনিট আগেখাগড়াছড়ির রামগড়ে নিজ বাড়িতে এক বৃদ্ধ মা ও তাঁর মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতের কোনো একসময়ে উপজেলার পূর্ব বাগানটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আমেনা বেগম (৯০) ও তাঁর মেয়ে রায়হানা আক্তার (৩৫)
১৫ মিনিট আগেবাজারের খুচরা পর্যায়ে দেখা গেছে, গত মাসে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকায় পৌঁছেছে। অথচ আমদানিকারকের নথিপত্র অনুযায়ী ভারত থেকে প্রতি কেজি মরিচ আমদানির পর সব খরচ মিলিয়ে বেনাপোল বন্দরে দাম দাঁড়াচ্ছে সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ টাকা।
১৬ মিনিট আগে২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ আগামী ৪ সেপ্টেম্বর এ বিষয়ে রায় দেবেন।
২৪ মিনিট আগে