Ajker Patrika

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পটিয়া উৎসব

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পটিয়া উৎসব

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চট্টগ্রামের পটিয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ বর্ণাঢ্য পটিয়া উৎসব। পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন চলবে পটিয়া হাইস্কুল মাঠে। 

এ আয়োজনে পটিয়ার ৩২ গুণীজনকে মরণোত্তর স্বর্ণ স্মারক, ১১ গুণীজনকে স্বর্ণপদক ও ৩৫ গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হবে জানা গেছে। মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার কথা রয়েছে। এ দিন পটিয়ার রত্ন ৩২ জনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। 

আয়োজনের ২য় দিন বুধবার পটিয়ার ১১ গুণীজনকে স্বর্ণ পদক প্রদান করা হবে। এ দিন প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির উপস্থিত থাকার কথা রয়েছে। 

এর অনুষ্ঠানের ৩য় এবং শেষ দিনে পটিয়ায় জন্ম নেওয়া ৩৫ কৃতিজনকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

আগামী ৩ দিনে ৭৮ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা ছাড়াও আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পটিয়ার নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আলোচনা, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনাসহ নানান উৎসাহমূলক আয়োজন। দেশ বরেণ্য শিল্পীরা এতে অংশ নেবেন। 

এ ছাড়া বর্ণাঢ্য আয়োজনে প্রতিদিন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি করে আতশবাজি উৎক্ষেপণ করা হবে। পটিয়ার ৫০ বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য পঞ্চাশটি রিকশা-ভ্যান ও জন প্রতি নগদ ৫ হাজার টাকা করে পুঁজি প্রদান করা হবে জানা গেছে। 

এ বিষয়ে পটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, পটিয়ার কৃতি সন্তানদের সম্মাননা দিয়ে মূল্যায়ন করা শুরু হয়েছে। এটি নিয়মিতভাবে আয়োজনের জন্য পটিয়া ফাউন্ডেশন সার্বিকভাবে সহযোগিতা ঘোষণা দিয়েছে। প্রতিবছর এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে গুণীজনদের স্বীকৃতি প্রদান এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রচেষ্টা থাকবে। 

সেই সঙ্গে পটিয়ার উন্নয়ন ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ৩ দিনের এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতি অগ্রাধিকার থাকবে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত