Ajker Patrika

চাঁদপুরে সালিস চলাকালে হামলায় আহত ১০, গ্রেপ্তার ৩ 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৪৫
চাঁদপুরে সালিস চলাকালে হামলায় আহত ১০, গ্রেপ্তার ৩ 

চাঁদপুরে সালিসে হামলা ও মারধরের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার মামলা করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন রিপণ মাঝি, শাহিন মাঝি ও তানজিল হোসেন। 

আহতরা হলেন শহরের কয়লা ঘাট এলাকার ব্যবসায়ী মো. নাছির মিয়া (৫২), সোহেল বকাউল (৩০), মিস্ত্রি কালু (৩২), আনোয়ার হোসেন (৪০), সাগর (২৬), তাফাজ্জল বকাউল (৪১)। এদের মধ্যে গুরুতর আহত নাছির মিয়া, সোহেল বকাউল, মিস্ত্রি কালু, আনোয়ার হোসেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার স্টিল বোট মালিক জনির কর্মচারী ও ট্রান্সপোর্ট মালিক শাওনের সঙ্গে ট্রলারের বিষয়ে সদরের বাগাদী ইউনিয়নের নানুপুর সিমেন্ট ঘাটে কথা-কাটাকাটি হয়। এ বিষয়ে গত রোববার রাতে কয়লাঘাটে জাহাঙ্গীর চোকদারের দোকানে সালিস হয়। সালিস চলাকালীন স্বপন মাঝি, রিপণ মাঝি, মানিক মাঝি, তকদির মাঝি, শাহিন মাঝি, তানজিল হোসেন, মানিক মাল, লিটন মাল, আরিফ, বিপ্লবসহ অজ্ঞাত ব্যক্তিরা তাফাজ্জল বকাউলের ওপর হামলা করেন। পরে তাঁদের দেশীয় অস্ত্র, লোহার রড ও ইটের আঘাতে প্রায় ১০ জন আহত হন। 

আহত মো. নাছির মিয়া বলেন, ‘আমার ব্যবসায় প্রতিষ্ঠানের পাশের দোকানে সালিস হয়। কে বা কারা ব্যবসায় প্রতিষ্ঠানের আশপাশে পাথর ছোড়ায় আমি এগিয়ে যাই। পাথরের আঘাতে আমার ডান চোখের নিচে ফেটে গেছে, সেলাই লেগেছে। এ ছাড়া তাদের অস্ত্রের আঘাতে মাথা ফেটে যায়। আমি প্রশাসনের কাছে বিচার চাই।’ 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, এ ঘটনায় তাফাজ্জল বকাউল বাদী হয়ে মামলা করেছেন। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত