Ajker Patrika

এ বছরও কক্সবাজার সৈকতে থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনে নিষেধাজ্ঞা 

কক্সবাজার প্রতিনিধি
এ বছরও কক্সবাজার সৈকতে থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনে নিষেধাজ্ঞা 

কক্সবাজার সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইট (৩১ ডিসেম্বর) কোনো অনুষ্ঠানের আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। কেবল সৈকত তীরের হোটেল–মোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় ছোট পরিসরে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে।

টুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজান বলেন, ‘সমুদ্র সৈকতে আতশবাজি ও কনসার্ট করা যাবে না। শুধু মাত্র হোটেল-মোটেলগুলোতে অনুষ্ঠান করার অনুমতি রয়েছে।’

পর্যটন সংশ্লিষ্টরা বলছে, সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইটে রাত ১২টার পর পর্যটক সমাগমে নিরুৎসাহিত করার জন্য বিষয়ে নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। গত ২৩ ডিসেম্বর পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকের পর পুলিশ এ সিদ্ধান্ত জানিয়েছে।

পর্যটন ব্যবসায়ীরা বলছে, নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে সমুদ্র সৈকতে পর্যটকদের বাড়তি চাপ থাকত। কিন্তু সৈকতে কোনো আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় পর্যটক তুলনামূলক কম।

কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি মুকিম খান বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে সৈকতে কনসার্ট বা বড় কোনো অনুষ্ঠান না থাকায় পর্যটক আসার ক্ষেত্রে প্রভাব পড়েছে।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সমুদ্রসৈকতে ইংরেজি নতুন সালের উদ্‌যাপনে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। তবে করোনা মহামারির সময় থেকে সৈকতে কনসার্টসহ বড় কোনো অনুষ্ঠানের আয়োজন বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত