Ajker Patrika

যাত্রীসহ সিএনজি অটোরিকশা পড়ে গেল কর্ণফুলী নদীতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
যাত্রীসহ সিএনজি অটোরিকশা পড়ে গেল কর্ণফুলী নদীতে

চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে সিএনজি অটোরিকশা পড়ে কর্ণফুলীতে তলিয়ে গেছে। সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী সাঁতরে তীরে এলেও এখনো নিখোঁজ রয়েছেন চালক। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই চালকের নাম জানা যায়নি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের কর্তব্যরত ফায়ার ফাইটার সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাড়ে ৭টার দিকে আমাদের কাছে খবর আসে নদীতে যাত্রীসহ সিএনজি অটোরিকশা পড়ে গেছে। যাত্রীরা ওপরে উঠতে পেরেছেন এবং সিএনজি তুলতে পেরেছে। আমাদের যেতে হবে না। একটু আগে আবার খবর এল যে চালক নিখোঁজ রয়েছেন। এখন আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। তাই বিস্তারিত বলা যাচ্ছে না।’ 

এ প্রসঙ্গে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত এক ফায়ার ফাইটার বলেন, ‘সিএনজি পড়ে যাওয়ার খবর পেয়েছি। সিএনজিতে তিনজন যাত্রী ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় তাঁরা নদীর ওপরে ওঠে আসতে পেরেছেন। জানা মতে, এখনো সিএনজি উদ্ধার করা সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত