Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়া–২ উপনির্বাচন: আসিফ নিখোঁজ না আত্মগোপনে, প্রশ্ন স্থানীয়দের 

মারুফ কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে 
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৬: ৪১
ব্রাহ্মণবাড়িয়া–২ উপনির্বাচন: আসিফ নিখোঁজ না আত্মগোপনে, প্রশ্ন স্থানীয়দের 

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বুধবার। তবে এখনো স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ নিখোঁজ। টানা তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না আসিফকে। তাঁর নিখোঁজ হওয়ার খবরে গোটা ব্রাহ্মণবাড়িয়া জুড়ে তোলপাড়। 

গত শুক্রবার রাত থেকেই স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের হদিস নেই। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আসিফকে নির্বাচন থেকে সরে যেতে নানাভাবে চাপ দেওয়া হয়েছে। এমনকি তাঁর কর্মীদেরও নানাভাবে হয়রানি করা হয়েছে বলে জানিয়েছিলেন স্ত্রী মেহেরুন্নেছা। 

এর মধ্যে তাঁর স্ত্রী মেহেরুন্নেছার একটি অডিও কলের রেকর্ড ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচনায় উঠে আসে। ওই কথোপকথনে সূত্র ধরে স্থানীয়দের প্রশ্ন আসিফ নিখোঁজ নাকি আত্মগোপনে? 

কল রেকর্ডের কথোপকথনে আসিফের স্ত্রী কেয়ারটেকারকে নির্দেশ দিয়ে বলেন, ‘ইউসুফ (কেয়ারটেকার) স্যারের (আসিফ) কতগুলো জামাকাপড়, গেঞ্জি, প্যান্ট, শীতের কাপড়, জুতা মোজা ব্যাগে ভরে দিয়ে দে তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি দে। কেউ যেন না জানে স্যার কই গেছে। ক্যামেরা বন্ধ করে দে। ক্যামেরার লাইন বন্ধ কর বাসার। স্যার গেলে আরও ১০ মিনিট পর ক্যামেরার লাইন বন্ধ করবে।’ 

বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করা হয় আসিফের স্ত্রীর সঙ্গে। কিন্তু মেহেরুন্নেছা মুঠোফোনটি তোলেননি। এরপর সোমবার সন্ধ্যায় আবারও চেষ্টা করলে মুঠোফোনের নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

এর আগে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ‘নিখোঁজ’ হন আবু আসিফের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী ও তাঁর শ্যালক শাফায়াত সুমন। এ ছাড়া আবু আসিফের নির্বাচনী প্রচারণার দায়িত্বে থাকা মুসা মিয়াকে ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে আসিফের নিখোঁজের ঘটনায় তৎপরতা অবলম্বন করে ঢাকার নির্বাচন ভবন থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কাজী হাবিবুল হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। সাংবাদিকদের ইসি রাশেদা সুলতানা জানান, আসিফকে উদ্ধারে ইসি থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। তদন্ত করতে বলেছি যে আসলে ঘটনাটা কী হয়েছে। তিনি নিখোঁজ কবে হলেন, কীভাবে হলেন, কী সমাচার, এ বিষয়গুলোই। আমরা একটা খবরে দেখতে পাচ্ছি যে উনাকে নাকি আটকে রাখা হয়েছে। ঘটনার সত্যতা কতটুকু এটা জানার জন্যই তদন্ত করতে বলেছি। ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। 

আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে রাশেদা সুলতানা বলেন, ‘আন্তরিকতার সঙ্গে যেভাবেই হোক তাকে নির্বাচনের আগেই উদ্ধার করে নিয়ে আসেন। সেটা যদি নির্বাচনের আগেই হয় তাহলে ভালো। কমিশন তো নিজে গিয়ে আনতে পারবে না। আমরা আমাদের দায়িত্বটা সম্পন্ন করে ফেলেছি। কড়াভাবে নির্দেশ দিয়েছি।’ 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার (এসপি) শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নেই। তবে আমরা আবু আসিফ আহমেদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত