Ajker Patrika

কর্মস্থল থেকে ফেরার পথে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল লাশ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্মস্থল থেকে ফেরার পথে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল লাশ 

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া বুইজ্জার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির নাম মো. ছালেহ জহুর (৪৬)। তিনি ওই এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে। তিনি কেএসআরএম কারখানার গাড়ির মেকানিকের কাজ করতেন। তাঁর সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম নগরীর কেএসআরএম নিজের কর্মস্থল থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী আয়েশা আকতার আজ শুক্রবার কর্ণফুলী থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন। 

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তাঁর স্ত্রী সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেছন। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ শুক্রবার বিকেলে জামালপাড়া ঈদগাহ বুইজ্জার পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখা যায়। পরে তারা গিয়ে উদ্ধার করে। 

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত