পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ভারতের বিএসএফ অবৈধভাবে দেশটিতে অবস্থান করা তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। পরে মামলা দেওয়া হলে ভারতের আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন ফেনীর দাগনভূঞার মৃত জেবল হকের ছেলে মো. নুর ইসলাম ওরফে মো. ফয়সাল শেখ (২৭), নোয়াখালীর সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯) ও দাগনভূঞার মোহাম্মদ মফিজুল্লাহর ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০)। বাংলাদেশিদের সহায়তা করায় এক ভারতীয় নাগরিককেও আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ি থানার সমরেন্দ্রনগরের সীমান্তবর্তী এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। বিএসএফ তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসেট, বেশ কিছু কাগজপত্র এবং সৌদি রিয়াল জব্দ করে। তাঁদের বিরুদ্ধে ভারতের রাজনগর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বলেন, ‘তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। বেশ কিছুদিন সেখানে থাকার পর বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফ তাঁদের আটক করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
ভারতের বিএসএফ অবৈধভাবে দেশটিতে অবস্থান করা তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। পরে মামলা দেওয়া হলে ভারতের আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন ফেনীর দাগনভূঞার মৃত জেবল হকের ছেলে মো. নুর ইসলাম ওরফে মো. ফয়সাল শেখ (২৭), নোয়াখালীর সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯) ও দাগনভূঞার মোহাম্মদ মফিজুল্লাহর ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০)। বাংলাদেশিদের সহায়তা করায় এক ভারতীয় নাগরিককেও আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ি থানার সমরেন্দ্রনগরের সীমান্তবর্তী এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। বিএসএফ তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসেট, বেশ কিছু কাগজপত্র এবং সৌদি রিয়াল জব্দ করে। তাঁদের বিরুদ্ধে ভারতের রাজনগর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বলেন, ‘তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। বেশ কিছুদিন সেখানে থাকার পর বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফ তাঁদের আটক করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৩৯ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগে