Ajker Patrika

ফেনী সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১১: ২০
ফেনী সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

ভারতের বিএসএফ অবৈধভাবে দেশটিতে অবস্থান করা তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। পরে মামলা দেওয়া হলে ভারতের আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন ফেনীর দাগনভূঞার মৃত জেবল হকের ছেলে মো. নুর ইসলাম ওরফে মো. ফয়সাল শেখ (২৭), নোয়াখালীর সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯) ও দাগনভূঞার মোহাম্মদ মফিজুল্লাহর ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০)। বাংলাদেশিদের সহায়তা করায় এক ভারতীয় নাগরিককেও আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 

বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ি থানার সমরেন্দ্রনগরের সীমান্তবর্তী এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। বিএসএফ তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসেট, বেশ কিছু কাগজপত্র এবং সৌদি রিয়াল জব্দ করে। তাঁদের বিরুদ্ধে ভারতের রাজনগর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বলেন, ‘তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। বেশ কিছুদিন সেখানে থাকার পর বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফ তাঁদের আটক করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত