চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের এক বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৫) নামের এক মাইকম্যানের মরদেহ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাস্টারের বাড়ির সৌদিপ্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে ওই মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি পেশায় ভটভটিচালক ও মাইকম্যান। এক ছেলে ও দুই মেয়ের বাবা আলমগীর। তাঁর স্ত্রীর নাম তাছলিমা বেগম।
প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম বলেন, ওই বাড়ির শিপন মসজিদে এশার নামাজ আদায় করে ফেরার পথে বাড়ির ছাদে কারও উপস্থিতি টের পান। পরে ছাদে গিয়ে আলমগীরকে পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায় শাহরাস্তি থানা-পুলিশ। সেখান থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। শাহরাস্তি ওঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) গৌতম চন্দ্র হালদার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নিহত আলমগীরের নিকটাত্মীয় মো. জাহিদ হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই এবং ৯৯৯ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানাই। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বহু মানুষ এসে এখানে ভিড় জমায়।’
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী খোদেজা ও তাঁর মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আশা করি, শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের এক বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৫) নামের এক মাইকম্যানের মরদেহ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাস্টারের বাড়ির সৌদিপ্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে ওই মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি পেশায় ভটভটিচালক ও মাইকম্যান। এক ছেলে ও দুই মেয়ের বাবা আলমগীর। তাঁর স্ত্রীর নাম তাছলিমা বেগম।
প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম বলেন, ওই বাড়ির শিপন মসজিদে এশার নামাজ আদায় করে ফেরার পথে বাড়ির ছাদে কারও উপস্থিতি টের পান। পরে ছাদে গিয়ে আলমগীরকে পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায় শাহরাস্তি থানা-পুলিশ। সেখান থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। শাহরাস্তি ওঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) গৌতম চন্দ্র হালদার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নিহত আলমগীরের নিকটাত্মীয় মো. জাহিদ হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই এবং ৯৯৯ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানাই। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বহু মানুষ এসে এখানে ভিড় জমায়।’
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী খোদেজা ও তাঁর মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আশা করি, শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে