Ajker Patrika

রাস্তায় জ্যাম, মোটরসাইকেলে ১০ কিমি পাড়ি দিলেন তথ্যমন্ত্রী

বাসস, ঢাকা
রাস্তায় জ্যাম, মোটরসাইকেলে ১০ কিমি পাড়ি দিলেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে।

সমাবেশে যোগ দিতে বিমানে করে বিকেল সোয়া ৫টায় চট্টগ্রামে পৌঁছান মন্ত্রী। সেখান থেকে গাড়িতে চড়ে প্রেসক্লাবের উদ্দেশে রওনা হন তথ্যমন্ত্রী। কিন্তু বিমানবন্দর থেকে ইপিজেড এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়ে মন্ত্রীকে বহনকারী ও পুলিশ প্রটোকলের গাড়ি। এর মধ্যে মাগরিবের সময়ও ঘনিয়ে আসে। সমাবেশে যোগ দেওয়ার তাগিদে মন্ত্রী গাড়ি থেকে নেমে পড়েন। এ সময় তিনি বন্দর থানার ওসির মোটরসাইকেলে চড়ে সমাবেশের উদ্দেশে যাত্রা করেন। প্রায় ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে মন্ত্রী সমাবেশে যোগ দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বহনকারী মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত বিপুলসংখ্যক নারী ও দলীয় নেতৃবৃন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন। এ সময় তাঁকে ঘিরে নেতৃবৃন্দের মুহুর্মুহু স্লোগানে সমাবেশে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। 

এরপরই হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দীর্ঘ পথ মোটরসাইকেলে পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেওয়ায় দলীয় নেতা কর্মী ও উপস্থিত সুধীজন মন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত