Ajker Patrika

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: আ.লীগের প্রার্থী গোলাম ফারুক বেসরকারিভাবে নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২২: ১০
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: আ.লীগের প্রার্থী গোলাম ফারুক বেসরকারিভাবে নির্বাচিত

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকুকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার ভোট গ্রহণ শেষে রাতে টাউন হলে মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন। 

নির্বাচনে ১১৫টি ভোটকেন্দ্রের ফলাফলে গোলাম ফারুক পিংকু পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট। তাঁর নিকটতম জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৫৬ ভোট। 

এর আগে দুপুরে প্রেসক্লাবে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন, জাকের পার্টির প্রার্থী মো. সামছুল করিম খোকন জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া কোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গ্রহণ শেষ হয়।

উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম প্রতীক) নিয়ে লড়ছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত