Ajker Patrika

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে জ্ঞান হারাল ২ ছাত্রী

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৬: ৩৬
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে জ্ঞান হারাল ২ ছাত্রী

নোয়াখালীর চাটখিল উপজেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অতিরিক্ত গরমে দুই ছাত্রী জ্ঞান হারিয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ ছাত্রীরা হলো—ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী তানজিলা সুলতানা ও একই বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের নবম শ্রেণির ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, সকালে বিদ্যালয়ে মধ্য বর্ষ পরীক্ষা দিতে আসে ওই দুই শিক্ষার্থী। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। নবম ও দশম উভয় শ্রেণিতেই আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। তারা দুজনই পরীক্ষা চলাকালে সুস্থ ও স্বাভাবিক ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দেড়টার দিকে গরমে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় সহপাঠীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

বিদ্যালয় থেকে তাদের দেখাশোনার জন্য দুজন শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে দুজনই আগে থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল। একাধিকবার চিকিৎসাও নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোশতাক আহমেদ বলেন, প্রচণ্ড গরমে দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছে। তাদের চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত