Ajker Patrika

আশ্রয়ণের ঘর থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২২, ২০: ৩৬
আশ্রয়ণের ঘর থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

লক্ষ্মীপুরের রায়পুরের সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি তালাবদ্ধ ঘরে আসমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার হাজীমারা আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত আসমা তাঁর স্বামী খোকন গাজীর (৪০) সঙ্গে ওই ঘরে বসবাস করতেন। এ ঘটনার পর থেকে খোকনের কোনো খোঁজ পাওয়া যায়নি। পারিবারিক কলহের জেরে আসমাকে হত্যা করে খোকন মরদেহ রেখে ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। 

আসমা বেগম উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের ওসমান দর্জির মেয়ে। তিনি খোকন গাজীর দ্বিতীয় স্ত্রী এবং খোকন গাজীও তাঁর দ্বিতীয় স্বামী। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সকালে আশ্রয়ণ প্রকল্পের তালাবদ্ধ একটি ঘর থেকে পচা দুর্গন্ধ পায় পাশের বাসিন্দারা। পরে তারা হাজিমারা থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজার তালা ভেঙে ঘরের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

স্থানীয়রা বলছে, সরকারিভাবে বরাদ্দকৃত ঘরটি স্থানীয় জাকির হোসেন নামের এক ব্যক্তির। তাঁর ঘরে মাসিক ৫০০ টাকায় প্রায় এক মাস ধরে ভাড়া থাকতেন আসমা-খোকন দম্পতি। তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়া হতো। সর্বশেষ গত বুধবার আসমা বেগম ও তাঁর স্বামী খোকন গাজীর মধ্যে ঝগড়া লাগে। পরে খোকন ঘরের দরজা তালাবদ্ধ করে চলে যায়। 

মৃত আসমার মা অজুফা বেগম ও বোন পেয়ারা বেগম অভিযোগ করে জানান, আসমার স্বামী খোকন গাজীর বাড়ি বরিশাল জেলায়। কিন্তু তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। খোকন গাজীর সঙ্গে আসমার পূর্ব পরিচয়ের সূত্র ধরে প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। আসমা খোকনের দ্বিতীয় স্ত্রী এবং খোকনের সঙ্গে বিয়ের আগে আসমার আরেকটি বিয়ে হয়। ওই সংসারে তাঁর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। পরিবারের অমতে আগের সংসারের স্বামী-সন্তানদের রেখে তিনি খোকনকে বিয়ে করেন। 

এ বিষয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শওকত বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘরে ঢুকে আসমার পচা মরদেহ পাওয়া গেছে। মরদেহটি খাটে শোয়ানো ছিল। তাঁর স্বামী পলাতক রয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত