পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর-উর রশীদ চৌধুরীর বিরুদ্ধে নৌকার প্রার্থীকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর-উর রশীদ চৌধুরী প্রতীক বরাদ্দের পর থেকে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। তাঁর মনোনীত নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে না যেতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। শনিবার দুপুরে একটি জানাজার নামাজে যাওয়ার পথে তাকে গালমন্দ করে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী ইব্রাহিম বাচ্চু বলেন, ‘চশমা প্রতীকের প্রার্থী নুর আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমার সঙ্গে নির্বাচনে কাজ করা ব্যক্তিকে নিজে মারধরও করেছেন। বিষয়টি নিয়ে থানায় জিডি করেছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত নুর-উর রশীদ চৌধুরী ওরফে এজাজ চৌধুরীকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কুসুমপুরা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
জানা যায়, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর-উর রশীদ চৌধুরী কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম বাচ্চুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর প্রতিবাদে তাঁর অনুসারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এরপর গত ২৫ নভেম্বর মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন ফরম দাখিল করেন। ২৬ নভেম্বর তিনি এলাকায় মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ওই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সভায় উপস্থিত থাকতে দেখা যায়। এরপর তাঁকে উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রামে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর-উর রশীদ চৌধুরীর বিরুদ্ধে নৌকার প্রার্থীকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর-উর রশীদ চৌধুরী প্রতীক বরাদ্দের পর থেকে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। তাঁর মনোনীত নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে না যেতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। শনিবার দুপুরে একটি জানাজার নামাজে যাওয়ার পথে তাকে গালমন্দ করে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী ইব্রাহিম বাচ্চু বলেন, ‘চশমা প্রতীকের প্রার্থী নুর আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমার সঙ্গে নির্বাচনে কাজ করা ব্যক্তিকে নিজে মারধরও করেছেন। বিষয়টি নিয়ে থানায় জিডি করেছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত নুর-উর রশীদ চৌধুরী ওরফে এজাজ চৌধুরীকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কুসুমপুরা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
জানা যায়, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর-উর রশীদ চৌধুরী কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম বাচ্চুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর প্রতিবাদে তাঁর অনুসারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এরপর গত ২৫ নভেম্বর মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন ফরম দাখিল করেন। ২৬ নভেম্বর তিনি এলাকায় মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ওই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সভায় উপস্থিত থাকতে দেখা যায়। এরপর তাঁকে উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৬ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৬ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৯ ঘণ্টা আগে