Ajker Patrika

টেকনাফে ‘জিম্মিঘর’ থেকে অপহৃত ১৪ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
উদ্ধার করা অপহৃতরা। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার করা অপহৃতরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের একটি ‘জিম্মিঘর’-এর সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী পাড়ায় সাইফুল ইসলামের বাড়ি থেকে অপহৃত ১৪ জনকে উদ্ধার করে বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই টেকনাফে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে। এসব অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিম্মি করে রাখা ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, অপহরণকারীরা ভুক্তভোগীদের একটি তালাবদ্ধ ঘরে আটকে রেখেছিল। পরে তালা ভেঙে তাদের মুক্ত করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়। অনেকেই ইতিমধ্যে এক লাখ টাকা করে মুক্তিপণ দিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, কারা এই অপহরণে জড়িত, কী উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে—তা জানতে ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া কক্সবাজার সদরের মো. কাসেম ও মহিন উদ্দিন জানান, তাঁরা উখিয়ার ইনানী সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে এক সিএনজিচালকের প্রলোভনে টেকনাফে গেলে তাদের অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েকজনকে জিম্মি করে রাখা হয়।

তাঁরা জানান, অপহরণকারীরা মারধরের পর পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে এক লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে। টানা ১৮ দিন তাঁদের জিম্মি করে রাখা হয়েছিল। পরে তাঁরা জানতে পারেন, পাচারকারী চক্র তাঁদের সাগরপথে বিদেশে পাচারের জন্য দালালদের কাছে বিক্রি করে দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত