Ajker Patrika

ট্রেনের ইঞ্জিন-ট্রাক সংঘর্ষ, জানে না রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ মার্চ ২০২২, ২২: ৫৩
ট্রেনের ইঞ্জিন-ট্রাক সংঘর্ষ, জানে না রেলওয়ে

 চট্টগ্রাম নগরের বন্দরের ইছহাক ব্রাদার্স রেলক্রসিং এলাকায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়েছে একটি ট্রাকের। এতে ট্রাকের পাশাপাশি ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ওই এলাকায় দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করলেও, ঘটনা সম্পর্কে জানে না রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। ছবিতে দেখা যাচ্ছে, ২২০৪ ইঞ্জিনটিতে ধাক্কা দেয় বেপরোয়া ট্রাকটি। এতে ট্রাকের সামনের অংশ ধুমড়েমুচড়ে গেছে। তবে ওই ইঞ্চিনে কোনো বগি যুক্ত ছিল না। 

চট্টগ্রামের বিভাগের পরিবহন বিভাগটি দেখেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান। অভিযোগ রয়েছে, তিনি যোগদানের পর থেকে ঠিকমতো দায়িত্ব পালন করেন না। ট্রেনের কোনো দুর্ঘটনা ঘটলে, ঘটনাস্থল পরিদর্শন করার নিয়ম রয়েছে। কিন্তু তিনি আজকের ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে যাননি। 

এই বিষয়ে জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। 

রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, ইঞ্জিনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের কোনো খবর তাঁর কাছে নেই। 

চট্টগ্রাম পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. মাসুদ বলেন, ওই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। ওই ট্রাকটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত