Ajker Patrika

আখাউড়ায় মুক্তিযুদ্ধের মর্টার শেল ধ্বংস করল সেনাবাহিনী

প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
আখাউড়ায় মুক্তিযুদ্ধের মর্টার শেল ধ্বংস করল সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার পৌরশহরের নারায়ণপুরে একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শেলটি মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত, অবিস্ফোরিত বলে ধারণা তাঁদের।

জানা যায়, ২০২০ সালের ১১ নভেম্বর পৌরশহরের নারায়ণপুর বাইপাসের আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। পরে এটি পুলিশের হেফাজতে রাখা হয়। আজ রোববার বিকেল সাড়ে চারটার উপজেলা আনোয়ারপুর-খালাজুড়া সড়কের পাশে ফাঁকা মাঠে শেলটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। ক্যাপ্টেন নাদিয়া নুসরাত এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টনমেন্টের বোম ডিসপোজাল ইউনিটের ১০ সদস্য এ কাজটি করে। 

মর্টার শেল ধ্বংসক্যাপ্টেন নাদিয়া নুসরাত বলেন, ধারণা করা হচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত মর্টার শেলটি অবিস্ফোরিত রয়ে যায়। এটি সচল ছিল। 

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত বছরের ১১ নভেম্বর পৌরশহরের নারায়ণপুর বাইপাসের আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দলকে খবর দেয়। রোববার সাড়ে চারটার দিকে তাঁরা মর্টার শেলটি ধ্বংস করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত