Ajker Patrika

চাঁদপুরে শিলা খানম হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৩১
চাঁদপুরে শিলা খানম হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ 

চাঁদপুর সদরের মৈশাদিতে শিলা খানম নামের এক তরুণীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজীব মজুমদার (২১), অপর আসামি মো. কামরুল হাসান হৃদয়কে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে শহরের বাবুরহাটে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

এসপি মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ শিলা খানম (২৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে। শিলা খানম গোপালগঞ্জ জেলা সদরের করপাড়া সরদারবাড়ির মো. মুনছার খানের মেয়ে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের হওয়ার পর মামলাটি পিবিআই তালিকাভুক্ত হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় পিবিআই উপপরিদর্শক আতিকুর রহমানকে। তিনি মামলাটি তদন্ত করার জন্য একটি বিশেষ টিম গঠন করেন। সেই টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতে উত্তর মৈশাদি গ্রামের আজিজ মজুমদারের ছেলে প্রধান আসামি মো. রাজীব মজুমদার এবং অপর আসামি আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের স্বপন খানের ছেলে মো. কামরুল হাসান হৃদয়কে গ্রেপ্তার করে। সদর থানার দাসদী গ্রামের পাঠানবাড়ির মো. মাসুদ গাজীর বসতঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারের সময় শীলা খানমের (২৮) ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি প্রধান আসামি মো. রাজিব মজুমদারের কাছ থেকে জব্দ করা হয়। আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ডগুলোও জব্দ করা হয়েছে। প্রধান আসামি রাজীব মজুমদারের সঙ্গে শিলা খানমের প্রেমের সম্পর্ক ছিল। আসামিদের আজই চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত