Ajker Patrika

ক্রেতার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ব্যবসায়ীর মোবাইল, স্বর্ণের চেইন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২০: ৩৭
ক্রেতার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ব্যবসায়ীর মোবাইল, স্বর্ণের চেইন ছিনতাই

চট্টগ্রামে পরিচিত নারী ক্রেতার বাসায় যাওয়ার পর অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটকে রেখে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তিন দিন ধরে থানায় ঘুরলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ ওই ব্যবসায়ীর।

১৬ ডিসেম্বর রাতে নগরের বহদ্দারহাট চানমিয়া রোডে একটি বাসায় ওই ব্যবসায়ীকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরদিন সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী ব্যবসায়ী হলেন সত্যজিৎ রায়। চট্টগ্রাম নগরের হাজারী লেনে মিয়া শপিং কমপ্লেক্সে তাঁর একটি স্বর্ণের দোকান রয়েছে।

সত্যজিৎ আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী আমার দোকানের কাস্টমার ও পূর্ব পরিচিত। ঘটনার দিন তিনি কিছু স্বর্ণ কেনার বিষয়ে আলাপ করতে আমাকে তাঁর বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর তিনি আমাকে চা-নাশতাও খাওয়ান। এ সময় হঠাৎ বাইরে থেকে দুই-তিনজন যুবক বাসায় ঢোকে। তারা মোবাইলে আমার ছবি ও ভিডিও ধারণ করে। আমার ওপর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গালাগাল করে।’

সত্যজিৎ রায় আরও বলেন, ‘এ সময় মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় আমাকে ওই বাসায় আটকে রেখে হাজারী লেনে আমার এক বন্ধুর কাছে গিয়ে তারা ৫০ হাজার টাকা নেয়। সকালে আমাকে ছেড়ে দেয়। তাদের মধ্যে ইদ্রিস ও মোর্শেদ নামের দুজনের নাম জানতে পেরেছি।’

সত্যজিৎ বলেন, ‘সেখান থেকে ছাড়া পেয়ে আমি এ ঘটনায় অভিযোগ দায়ের করতে প্রথমে চান্দগাঁও থানায় যাই। পুলিশ আমাকে পাঁচলাইশ থানায় যাওয়ার জন্য বলে। পুলিশের কথা অনুযায়ী আমি পাঁচলাইশ থানায় মামলা করতে যাই। এ সময় পুলিশের দায়িত্বে থাকা এক কর্মকর্তা আমার অভিযোগ শুনে আসামি ধরার আগপর্যন্ত তাঁরা কোনো অভিযোগ নেবেন না বলে জানান। পুলিশ মামলা নিচ্ছে না, আবার আসামিদেরও ধরছে না।’

তবে এ বিষয়ে অপর পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘নারীর সঙ্গে ওই ব্যবসায়ীর পূর্ব সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনাটি গুরুত্বসহ প্রাথমিক তদন্ত চালাচ্ছি। অনেক কিছু যাচাই-বাছাইয়ের বিষয় আছে। তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত