চবি প্রতিনিধি
ভূমিকম্প চলাকালে আতঙ্কিত হয়ে দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র।
জানা গেছে, আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে যখন ভূমিকম্পে সারা দেশ কেঁপে ওঠে, তখন বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের আবাসিক ছাত্র হোসাইন আহমেদ আতঙ্কে দোতলা থেকে লাফ দেন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র এবং আলাওল হলের ২০২ নম্বর রুমের বাসিন্দা।
হোসাইন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে আলাওল সবচেয়ে পুরোনো বলে জানি। তাই হলের স্থায়িত্ব নিয়ে সন্দেহ ছিল। হঠাৎ চেঁচামেচিতে ঘুম ভেঙে গেলে দেখি সবকিছু নড়ছে। আর হলের যে অংশে থাকি, সেখান থেকে সহজে নামার কোনো পথও ছিল না। তাই আমি দোতলা থেকে লাফ দিয়েছি। এতে কোমরে প্রচণ্ড ব্যথা পাই।’
হোসাইন আহমেদ আরও বলেন, ‘ব্যথার চিকিৎসা নিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে ডাক্তার প্রাথমিকভাবে পেইনকিলার খেতে বলেছেন। একটি এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন।’
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব বলেন, ‘আমরা ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সে কোমরে ব্যথা পেয়েছে। এক্স-রে করলে বিস্তারিত জানা যাবে।’
ভূমিকম্প চলাকালে আতঙ্কিত হয়ে দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র।
জানা গেছে, আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে যখন ভূমিকম্পে সারা দেশ কেঁপে ওঠে, তখন বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের আবাসিক ছাত্র হোসাইন আহমেদ আতঙ্কে দোতলা থেকে লাফ দেন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র এবং আলাওল হলের ২০২ নম্বর রুমের বাসিন্দা।
হোসাইন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে আলাওল সবচেয়ে পুরোনো বলে জানি। তাই হলের স্থায়িত্ব নিয়ে সন্দেহ ছিল। হঠাৎ চেঁচামেচিতে ঘুম ভেঙে গেলে দেখি সবকিছু নড়ছে। আর হলের যে অংশে থাকি, সেখান থেকে সহজে নামার কোনো পথও ছিল না। তাই আমি দোতলা থেকে লাফ দিয়েছি। এতে কোমরে প্রচণ্ড ব্যথা পাই।’
হোসাইন আহমেদ আরও বলেন, ‘ব্যথার চিকিৎসা নিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে ডাক্তার প্রাথমিকভাবে পেইনকিলার খেতে বলেছেন। একটি এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন।’
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব বলেন, ‘আমরা ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সে কোমরে ব্যথা পেয়েছে। এক্স-রে করলে বিস্তারিত জানা যাবে।’
প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। প্রাথমিক পর্যায়ে গত ১৫ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশের সব থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়।
৪ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।
৩৫ মিনিট আগেনড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্যা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা সড়কের উপর হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের লবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।
৩৬ মিনিট আগেযশোরের মনিরামপুরে এক শিক্ষক নেতার বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মী। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আকস্মিকভাবে ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে তিনি এই অভিযোগ করেন। পরে ইউএনও বিদ্যালয় ত্যাগ করার পর অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান তার সহকর্মী রবিউল ইসলাম
৪২ মিনিট আগে