Ajker Patrika

ভূমিকম্প আতঙ্কে চবি হলের দোতলা থেকে শিক্ষার্থীর লাফ

চবি প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ৫৯
ভূমিকম্প আতঙ্কে চবি হলের দোতলা থেকে শিক্ষার্থীর লাফ

ভূমিকম্প চলাকালে আতঙ্কিত হয়ে দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র।

জানা গেছে, আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে যখন ভূমিকম্পে সারা দেশ কেঁপে ওঠে, তখন বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের আবাসিক ছাত্র হোসাইন আহমেদ আতঙ্কে দোতলা থেকে লাফ দেন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র এবং আলাওল হলের ২০২ নম্বর রুমের বাসিন্দা। 

হোসাইন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে আলাওল সবচেয়ে পুরোনো বলে জানি। তাই হলের স্থায়িত্ব নিয়ে সন্দেহ ছিল। হঠাৎ চেঁচামেচিতে ঘুম ভেঙে গেলে দেখি সবকিছু নড়ছে। আর হলের যে অংশে থাকি, সেখান থেকে সহজে নামার কোনো পথও ছিল না। তাই আমি দোতলা থেকে লাফ দিয়েছি। এতে কোমরে প্রচণ্ড ব্যথা পাই।’ 

হোসাইন আহমেদ আরও বলেন, ‘ব্যথার চিকিৎসা নিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে ডাক্তার প্রাথমিকভাবে পেইনকিলার খেতে বলেছেন। একটি এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন।’ 

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব বলেন, ‘আমরা ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সে কোমরে ব্যথা পেয়েছে। এক্স-রে করলে বিস্তারিত জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত