Ajker Patrika

দেড় ঘণ্টার চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ২ শতাধিক ঘর

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৪, ২০: ২০
দেড় ঘণ্টার চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ২ শতাধিক ঘর

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার স্থাপনা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর ক্যাম্পের ডি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। এর আগে গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডে তিন শতাধিক ঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা পুড়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। 

স্থানীয়দের বরাতে ডিআইজি আমির জাফর বলেন, ‘দুপুরে রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, এপিবিএন ও স্বেচ্ছাসেবকদের দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

তিনি বলেন, প্রাথমিকভাবে দুই শতাধিক রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। হতাহতের খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত